ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ময়নামতিতে শখের নৃত্য

প্রকাশিত: ০৬:১১, ৩১ জানুয়ারি ২০১৫

ময়নামতিতে  শখের  নৃত্য

সংস্কৃতি ডেস্ক ॥ মডেলিং এবং অভিনয়ের বাইরে নাচ নিয়েও ব্যস্ত সময় কাটান আনিকা কবীর শখ। বিভিন্ন উৎসবে টিভি চ্যানেলগুলোতে বিশেষ অনুষ্ঠানে নিয়মিত নৃত্য পরিবেশন করে থাকেন এই শিল্পী। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও মঞ্চ মাতান এই তারকা। এরই ধারাবাহিকতায় আজ শনিবার কুমিল্লার ময়নামতি সেনানিবাসে আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করবেন শখ। তার সঙ্গে জুটি হিসেবে নৃত্য পরিবেশন করবেন আরেক জনপ্রিয় নৃত্যশিল্পী সোহেল রহমান। বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন ও কুমিল্লা এরিয়া এবং এটিএন বাংলার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য ‘পপুলার লাইফ ইন্স্যুরেন্স হিমেল সন্ধ্যা’ শিরোনামের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী রবি চৌধুরী, আঁখি আলমগীর ও তপু। এছাড়া সোহেল রহমান, শখ ছাড়াও অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টসের (বাফা) শিল্পীরা। মনোমুগ্ধকর এই কনসার্ট সরাসরি উপভোগ করবেন কুমিল্লা ক্যান্টনমেন্টের কয়েক হাজার সেনা সদস্য ও তাদের পরিবার। অনুষ্ঠানে সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তা, এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান, পরিচালক মনিরুল ইসলাম, রুকসানা কবীর কাকলীসহ অন্য অতিথিরা উপস্থিত থাকবেন। জমজমাট এই আয়োজন ময়নামতি ক্যান্টনমেন্ট থেকে সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা। লোপা হোসাইনের উপস্থাপনা এবং মুকাদ্দেম বাবু ও রাসেল মাহমুদের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে আজ সন্ধ্যা ৭-৫০ মিনিটে এটিএন বাংলায়।
×