ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সারাদেশে ১৪ দলীয় জোটের গায়েবানা জানাজা

প্রকাশিত: ০৫:৫৩, ৩১ জানুয়ারি ২০১৫

সারাদেশে ১৪ দলীয় জোটের গায়েবানা জানাজা

জনকণ্ঠ ডেস্ক ॥ ১৪ দলীয় জোটের সারাদেশে বোমা হামলায় নিহতদের স্মরণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ নাশকতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের- খুলনা ॥ হরতাল-অবরোধের নামে দেশব্যাপী পেট্রোলবোমা ও বোমা হামলায় নিহতদের স্মরণে শুক্রবার বেলা ১১টায় খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্কে ১৪ দলের উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেনÑ জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক মিজানুর রহমান মিজান এমপি, ন্যাপ নেতা ফজলুর রহমান, ওয়ার্কার্স পার্টির দেলোয়ার উদ্দিন দিলু প্রমুখ। রাজশাহী ॥ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার বাদ জুমা নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে গায়েবানা জানাজার আয়োজন করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। এতে ইমামতি করেন সাহেববাজার বড় মসজিদের পেশ ঈমাম মাওলানা আব্দুল গনি। এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ ১৪ দলের নেতাকর্মীরা অংশ নেন। বরিশাল ॥ নগরীসহ জেলার প্রতিটি উপজেলা সদরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা নগরীর সদর রোডে জেলা ও মাহানগর আ’লীগসহ ১৪ দলের আয়োজনে গায়েবানা জানাজার পূর্বে বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ মোঃ টিপু সুলতান এমপি, মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আফজালুল করীম প্রমুখ। জয়পুরহাট ॥ শুক্রবার ১৪ দলের উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জয়পুরহাট সদর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মাওলানা লোকমান হাকিম জানাজার নামাজ পড়ান। সিরাজগঞ্জ ॥ ১৪ দলের উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে কেন্দ্রীয় জামে মসজিদ ও চৌরাস্তা জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত গায়েবানা জানাজায় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, এ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, মোস্তফা কামাল খান, আব্দুস সামাদ তালুকদার, আব্দুল হাই তালুকদার, নাজমুল ইসলাম মুকুল, আবু বকর ভূঁইয়া, আলহাজ ইসহাক আলী, দানিউল হক, এ্যাডভোকেট আব্দুল হাকিমসহ জেলা ১৪ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া বেলকুচি, কামারখন্দ, রায়গঞ্জ, তাড়াশ, কাজীপুরসহ বিভিন্ন উপজেলাতেও অনুরূপ কর্মসূচী পালিত হয়েছে। লক্ষ্মীপুর ॥ ৪১ জন বিভিন্ন শ্রেণীর মানুষের রুহের মাগফিরাত কামনা করে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর শহরের আজিম শাহ্ দায়রা মসজিদ প্রাঙ্গণে এ জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় এম আলাউদ্দিন, মিজানুর রহিম, নূরনবী চৌধুরী, আবুল বাশার, রাসেল মাহমুদ মান্না, চৌধুরী মাহামুদুন্নবী সোহেল, রাকিব হোসেন লোটাসসহ বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ ॥ শুক্রবার জুমাবাদ শহরের থানাপাড়া বাইতুল মুমিন জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি রাজা মিয়া বাটু, সহসভাপতি সিকদার নূর মোহম্মদ দুলু ও শেখ রুহুল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, কৃষক লীগ নেতা আব্দুর রহমান বিশ্বাস, কাজী আমজাদ হোসেন, সামচুল আলম, বাজার ব্যবসায়ী নেতা দাউদ আলী শেখসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশ নেন। মৌলভীবাজার ॥ সহিংসতায় নিহতদের স্মরণে বাদ জুমা জেলা ১৪ দলের উদ্যোগে মৌলভীবাজার পৌর জাগরণ মঞ্চে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। গলাচিপা ॥ শুক্রবার বাদ জুমা কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন পেশার মুসল্লিরা অংশগ্রহণ করেন। দৌলতপুর ॥ কুষ্টিয়ার দৌলতপুরেও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামজের পর উপজেলা পরিষদ জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ জামে মসজিদে জানাজা নামাজে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার শামীমুল হক পাভেলসহ মুসল্লিগণ। নামাজ শেষে সহিংসতায় নিহত ও দগ্ধদের জন্য বিশেষ দোয়া করা হয়। সীতাকু- ॥ শুক্রবার জুমার নামাজের পর উপজেলায় গায়েবানা জানাজা হয়। এতে অংশগ্রহণ করেনÑ দিদারুল আলম এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহীন ইমরান, মাহবুব আলম, ইসহাক, আলাউদ্দিন, সাঈদ মিয়া, জাহেদ হোসেন নিজামী বাবু প্রমুখ। সিদ্ধিরগঞ্জ ॥ আওয়ামী লীগসহ ১৪ দলের উদ্যোগে বিশেষ দোয়া ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা মিজমিজি পাইনাদী কবরস্থান মসজিদে বিশেষ দোয়া ও কমপ্লেক্স মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেনÑ মজিবুর রহমান, সাদেকুর রহমান, মতিউর রহমান মতি, তাজিম বাবু, আব্দুস সামাদ বেপারী প্রমুখ। ঈশ্বরদী ॥ শুক্রবার বাদ জুমা ঈশ্বরদী খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জানাজা ও দোয়া মাহফিলের আগে জ্বালাও-পোড়াও ও নাশকতার প্রতিবাদে অনুষ্ঠিত আলোচনায় দেশের মানুষের শান্তি কামনায় বক্তব্য দেনÑ আনিসুন্নবী বিশ্বাস, আবুল কালাম আজাদ মিন্টু, মোকলেছুর রহমান মিন্টু, আব্দুল খালেক, গোলাম মোস্তফা চান্না ও আঃ রাজ্জাক। কলাপাড়া ॥ শুক্রবার বাদ জুমা কলাপাড়ার কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌর মেয়র মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান। আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ এ জানাজায় অংশগ্রহণ করেন। বাউফল ॥ নিহতদের স্মরণে পটুয়াখালীর দশমিনা আওয়ামী লীগের উদ্যোগে শুত্রবার বাদ জুমা কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন পেশার মুসল্লিরা অংশগ্রহণ করেন।
×