ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মোহনগঞ্জ-ময়মনসিংহ

প্রকাশিত: ০৫:৫২, ৩১ জানুয়ারি ২০১৫

মোহনগঞ্জ-ময়মনসিংহ

নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা, ৩০ জানুয়ারি ॥ মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথে একটি লোকাল যাত্রীবাহী ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। ময়মনসিংহ ও মোহনগঞ্জের মধ্যে ট্রেনটি চলাচল করত। বর্তমানে ট্রেনটি বন্ধ থাকায় যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। জানা গেছে, গত ৮ জানুয়ারি থেকে আকস্মিকভাবে ট্রেনটির চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ। এ ট্রেনটি ময়মনসিংহ থেকে দুপুর আড়াইটায় ছেড়ে এসে বিকেল সাড়ে ৫টায় মোহনগঞ্জ স্টেশনে পৌঁছত। মোহনগঞ্জ উপজেলা সদরের কাপড় ব্যবসায়ী সমীরন রায় জানান, ট্রেনটি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় হাওরাঞ্চলের হাজার হাজার মানুষ যাতায়াতের ক্ষেত্রে চরম বিপাকে পড়েছেন। তাঁরা অবিলম্বে ট্রেনটি পুনরায় চালুর দাবি জানিয়েছেন। এ ব্যাপারে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার নূরুল আমীন চৌধুরী জানান, অবরোধের নামে রেললাইনে দুর্বৃত্তরা নাশকতা করায় এই ট্রেনের ইঞ্জিনটি এ্যাডভান্স পাইলটিং কাজের জন্য নেয়া হয়েছে। এ কারণে ট্রেনটি বন্ধ রয়েছে।
×