ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের জার্সি দিল ওয়ালটন

প্রকাশিত: ০৫:৪৭, ৩১ জানুয়ারি ২০১৫

বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের জার্সি দিল ওয়ালটন

স্পোর্টস রিপোর্টার ॥ সুইড বাংলাদেশ আয়োজন করেছে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের নিয়ে জাতীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার। শুক্রবার থেকে শুরু হয়েছে এই প্রতিযোগিতা। বাংলাদেশের ৭ বিভাগ থেকে এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীদের দেশের শীর্ষস্থানীয় ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, অটোমোবাইলস ও হোম এ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী ব্র্যান্ড ওয়ালটনের পক্ষ থেকে জার্সিম দেয়া হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন আর বি গ্রুপের অতিরিক্ত পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।
×