ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বপ্নের বিশ্বকাপটাই জেতা হয়নি যে গ্রেটদের

প্রকাশিত: ০৫:৪৪, ৩১ জানুয়ারি ২০১৫

স্বপ্নের বিশ্বকাপটাই জেতা হয়নি যে গ্রেটদের

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্ব ক্রিকেটে অসংখ্য প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন যারা ২২ গজে অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়ে নিজেদের নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। কিন্তু দুর্ভাগ্য তাদের; বর্ণাঢ্য ক্যারিয়ারেও ছোঁয়া হয়নি স্বপ্নের বিশ্বকাপের ট্রফি। এমন আফসোস নিয়েই ক্রিকেটকে বিদায় বলেছেন অনেক তারকা খেলোয়াড়। সাঈদ আনোয়ার-ব্রায়ান লারা কিংবা এ্যালান ডোনাল্ড সেই তালিকার উজ্জ্বল দৃষ্টান্ত। পাকিস্তান ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা ওপেনার হিসেবে বিবেচিত সাঈদ আনোয়ার। স্বপ্নের বিশ্বকাপ না জিততে পারার হতাশা এখনও তাকে পীড়া দেয়। তবে ১৯৯৯ সালে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল পাকিস্তান। ফাইনালে তুলতে তার ভূমিকাও ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু লর্ডসে সেই ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় পাকিস্তান। এই অস্ট্রেলিয়া হতাশ করেছে ভারতের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকেও। ভারতীয় ক্রিকেটের সাবেক এই অধিনায়কের ছিল বর্ণাঢ্য এক ক্যারিয়ার। কিন্তু বিশ্বকাপটা জিততে পারেননি তিনি। ২০০৩ সালে ফাইনালে উঠলেও সেবার অস্ট্রেলিয়ার কাছে পরাজয় মেনেছিল গাঙ্গুলীর ভারত। টেস্ট কিংবা একদিনের ম্যাচ-উভয় ফরম্যাটেই ব্রায়ান লারা নামটি উজ্জ্বল। ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি ক্রিকেটারের রয়েছে বিশ্বব্যাপী ভক্ত-অনুরাগী। কিন্তু বিশ্বকাপের শিরোপাটা জেতা হয়নি তার। তবে ১৯৯৬ সালে ব্রায়ান লারা এবং তার দলের সেরা সুযোগ ছিল শিরোপা জয়ের। কিন্তু সেই বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়ে ক্যারিবীয়রা। দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসের নামটাও ভক্ত-অনুরাগীদের সামনে ভাসমনা। অলরাউন্ডার হিসেবে বিশ্ব ক্রিকেটে দাপট দেখিয়েছেন তিনি। তার সময়ে তার উপরে কেবল শচীন টেন্ডুলকরকেই বিবেচনা করা হতো। কিন্তু ১৯৯৯ এবং ২০০৭ সালে সুযোগ এলেও তা কাজে লাগাতে পারেনি ক্যালিস এবং তার দল। নিউজিল্যান্ডের অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন মার্টিন ক্রো। কিন্তু বিশ্বকাপ জয়ের স্বাদ পূরণ হয়নি তার। ভারতের ব্যাটিং স্তম্ব রাহুল দ্রাবিড় ও সৌরভ গাঙ্গুলীর মতো শিরোপার স্বাদ পেতে ব্যর্থ হয়েছেন। বিশ্বক্রিকেট তখনও আক্রমণাত্মক হয়ে উঠেনি কিন্তু অলরাউন্ডার হিসেবে ইয়ান বোথামের পারফর্মেন্স ছিল ঠিকই আক্রমাণত্মক। কিন্তু ইংলিশ এই কিংবদন্তির বিশ্বকাপটাই জেতা হয়নি। এই তালিকায় রয়েছেন ভারতের অনিল কুম্বলে, পাকিস্তানের ওয়াকার ইউনুস, দক্ষিণ আফ্রিকার এ্যালান ডোনাল্ড, ওয়েস্ট ইন্ডিজের কার্টলি এ্যামব্রোস এবং দক্ষিণ আফ্রিকার জন্টি রোডসের নামও।
×