ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চে পাকিরা

প্রকাশিত: ০৫:৪৪, ৩১ জানুয়ারি ২০১৫

বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চে পাকিরা

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ড ও পাকিস্তান দুই ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে আজ। সিরিজ বলা হলেও এটি মূলত সিরিজ নয়, অতিথি পাকিদের বিশ্বকাপ প্রস্তুতি মঞ্চ! প্রশ্ন জাগতে পারে প্রস্তুতি কী কিউইদের নয়? দু’দলেরই, তবে নিউজিল্যান্ড টুর্নামেন্টের সহ-আয়োজক। একের পর এক সাফল্য, সর্বশেষ দুর্ধর্ষ লঙ্কানদের বিধ্বস্ত করে দারুণ ছন্দে ব্রেন্ডন ম্যাককুলামদের দল। এই কিউদের বিপক্ষে খেলার চেয়ে ভাল প্রস্তুতি আর হয় নাকি? সুতরাং নেহায়েত ছোট এক সিরিজই কেবল নয়, নিউজিল্যান্ডের বিপক্ষে এ লড়াই, পাকিদের জন্য বিশ্বকাপের মোক্ষম প্রস্তুতির সুযোগও। দরজায় কড়া নাড়া বিশ্বকাপে বিশ্লেষকদের হট ফেবারিটের তালিকায় নিউজিল্যান্ড। শ্রীলঙ্কাকে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশের পর সাত ওয়ানডের সিরিজ ৪-২এ জয়ে টগবগ করে ফুটছে কিউইরা। ব্যাটে-বলে দুর্দান্ত ছন্দে কেন উইলিয়ামসন, লুক রনকি, টিম সাউদি, ট্রেন্ট বোল্টরা। নিজ আঙ্গিনায় যে কোন দলকে দুমড়ে-মুচড়ে দিতে প্রস্তুত ম্যাককুলামবাহিনী। আগুনে-পরীক্ষার মুখে পাকিরা। বিশ্বকাপে নিজেদের ঘর গোছানোর পাশাপাশি মিসবাহ-উল হক, শহীদ আফ্রিদিদের জন্য কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে। শ্রীলঙ্কাকে সবচেয়ে বেশি ভুগিয়েছে বোলাররাই। ইনজুরির জন্য একটা ম্যাচেও খেলতে পারেননি প্রধান স্ট্রাইক বোলার লাসিথ মালিঙ্গা, নিয়মিত ছিলেন না স্পিনার রঙ্গনা হেরাথও। কাকতালীয় পাকিস্তানের সঙ্গে বিষয়টা মিলে যাচ্ছে! স্বল্পদৈর্ঘের পরিক্ষিত পেসার জুনয়েদ খান ইনজুরিতে, এ্যাকশন নিষেধাজ্ঞার জন্য নেই তুখোড় স্পিনার সাঈদ আজমল, ঠিক এক কারণে থেকেও বোলিং করতে পারছেন না মোহাম্মদ হাফিজ। সুতরাং ব্যাট হাতে আকাশে উড়তে থাকা উলিয়ামসন, রনকি, ইলিয়ট, মার্টিন গাপটিলদের সামনে বড় পরীক্ষাটা হবে পাকিস্তানী বেলারদেরই। আরও একটি বিষয় উল্লেখ না করলেই নয়। অস্ট্রেরিয়া-নিউজিল্যান্ডের কন্ডিশনে উপমহাদেশীয় দলগুলোর করুণ পরিণতি। একদিকে কিউইদের কাছে খাবি খেল টি২০’র চ্যাম্পিয়ন লঙ্কানরা। অন্যদিকে অস্ট্রেলিয়ার কাছে টেস্ট ভরাডুবির পর ত্রিদেশীয় সিরিজে হতশ্রী অবস্থা ওয়ানডের শিরোপাধারী ভারতের! রইল বাকি উপমহাদেশের তিন পরাশক্তির অন্যতম পাকিস্তান। মিসবাহর দলও কি সাইজ হয়ে যাবে, না চিরায়ত ‘আনপ্রেডিক্টেবল’ পারফর্মেন্সে উদ্ভাসিত হয়ে উড়িয়ে দেবে স্বাগতিকদের? উত্তর মিলবে দুই ম্যাচের সংক্ষিপ্ত লড়াইয়ে। নিউজিল্যান্ডের মাটিতে পাকিদের অতীত পরিসংখ্যানেও পিছিয়ে পাকিরা, ২২ হারের বিপরীতে তাদের জয় ১৫টিতে। নেপিয়ারে দ্বিতীয় ওয়ানডে মঙ্গলবার। অধিনায়ক ম্যাককুলামের ফর্ম নিয়ে কিছুটা দুশ্চিন্তায় স্বাগতিকরা। ইনজুরির জন্য নিশ্চিতন নন এ্যাডাম মিলনে, তাবে লঙ্কানদের বিপক্ষে সপ্তম ওয়ানডেতে হারের পর স্পিনার ড্যানিয়েল ভেট্টোরির পরিবর্তে আজ দেখা যেতে পারে নাথান ম্যাককুলামকে। উইলিয়ামসন, রস টেইলর, কোরি এ্যান্ডারসনদের নিয়ে নিউজিল্যান্ডের বাকি দল থাকছে অপরিবর্তিতই। পাকিস্তানও হয়ত অপরিবর্তিত থাকছে। নিউজিল্যান্ড বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে হারলেও দুটি প্রস্তুতি ম্যাচেই দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছে সফরকারীরা। অধিনায়ক মিসবাহর সেঞ্চুরির সৌজন্যে ৩১৩ রানের বড় স্কোর গড়েও ৬ উইকেটে, ২৬৭ রানের পুঁজি নিয়ে দ্বিতীয়টিতে মাত্র ১ উইকেটে হারে পাকিস্তান! সুতরাং প্রস্তুতি সিরিজের প্রস্তুতির পর এবার আসল মঞ্চে ঘুরে দাঁড়ানোর পালা। পাশাপাশি বদলা নেয়ার সুযোগ। গত বছরের শেষদিকে আরব আমিরাতে টেস্ট-টি২০ সিরিজ ড্র করলেও পাঁচ ম্যাচের ওয়ানডেতে অনেকটা খর্ব শক্তির নিউজিল্যান্ডের কাছে ৩-২এ হেরে বসে পাকিরা! ওই সিরিজে নেতৃত্বে- ব্যাট হাতে অসাধারণ উইলিয়ামসন যথারীতি এবারও মিসবাহদের জন্য বড় হুমকি।
×