ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাকিস্তানে শিয়া মসজিদে বোমা হামলা, নিহত ৪৯

প্রকাশিত: ০৫:৩৩, ৩১ জানুয়ারি ২০১৫

পাকিস্তানে শিয়া মসজিদে  বোমা হামলা, নিহত ৪৯

জনকন্ঠ ডেস্ক ॥ পাকিস্তানের সিন্ধু প্রদেশের শিকারপুর জেলার কেন্দ্রীয় ইমামবাড়া মসজিদে শুক্রবার বোমা হামলায় অন্তত ৪৯ জন নিহত ও ৫৫ জন গুরুতর আহত হয়েছে। এ দিন কয়েক শ’ লোক মসজিদটিতে জুমার নামাজ আদায় করতে গিয়েছিলেন। নিহতদের মধ্যে ৪টি শিশু রয়েছে। খবর ডন, এএফপি ও বিবিসি অনলাইনের। পাকিস্তানে সাম্প্রতিক বছরগুলোতে ক্রমবর্ধমান হারে শিয়া-সুন্নী সহিংসতা ঘটছে। শুক্রবারের হামলা এক বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ। পাকিস্তানে শিয়া মতাবলম্বীরা মোট জনসংখ্যার প্রায় এক পঞ্চমাংশ। অধিকাংশ ক্ষেত্রে কট্টরপন্থী সুন্নী মুসলিম গোষ্ঠীগুলো শিয়া মুসলিমদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। সিন্ধু প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী জাম মেহতাব বলেন, ‘এ ঘটনায় ৪৯ জন নিহত এবং ৫৫ জনের বেশি আহত হয়েছে।’ শিকারপুর সিভিল হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট শওকত আলী মেমন নিহতদের নাম প্রকাশ করেছেন। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনায় করাচী সফরকালে এ ঘটনা ঘটলো। এ বিষয়ে স্থানীয় পুলিশ কর্মকর্তা আব্দুল কুদ্দুস বলেন, প্রাথমকি তদন্তে মনে হচ্ছে এটি আত্মঘাতী হামলা। তবে জান্দাল্লাহ নামের একটি জঙ্গী গোষ্ঠী এই হামলার দায় শিকার করেছে। পাকিস্তানের জাতীয় শিয়া পরিষদের কর্মকর্তা বলেন, হামলার সময় মসজিদটিতে অন্তত ৪শ’ লোক জড়ো হয়েছিল।
×