ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কেরানীগঞ্জে শ্বাসরোধে সৌদি প্রবাসী হত্যা

প্রকাশিত: ০৫:৩৩, ৩১ জানুয়ারি ২০১৫

কেরানীগঞ্জে শ্বাসরোধে  সৌদি প্রবাসী হত্যা

কেরানীগঞ্জ সংবাদদাতা ॥ কেরানীগঞ্জের খোলামোড়া এলাকায় প্রবাসী এক গৃহকর্তাকে শ্বাসরোধে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। নিহতের নাম শহিদুল ইসলাম (৫৮)। শুক্রবার বিকেলে ওই গৃহকর্তার নির্মাণাধীন ঘরের তালা খুলে লাশ দেখতে পায় স্বজনরা। থানা পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার চিত্রকুট গ্রামে। তার পিতার নাম মৃত সাধু মিয়া। নিহতের ছেলে ইমদাদুল ইসলাম জানান, ‘আমরা সৌদিতে থাকা অবস্থায় আমাদের পিতা শহিদুল ইসলাম খোলামোড়া এলাকার হারিকেন কারখানা রোড়ে একটি জমি খরিদ করেন। পরে সেখানে তিনি বাড়ি নির্মাণ করেন। তিনতলা ভবন র্নিমাণ হওয়ার পর শুক্রবার আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের দাওয়াত দেয়া হয়। এ সমস্ত কাজের জন্য তিনি ওই বাড়িতে দু’দিন অবস্থান করছিলেন। বৃহস্পতিবার থেকে তার সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হই। নিরুপায় হয়ে শুক্রবার দুপুরে খোলামোড়া নির্মাণাধীন বাড়িতে এসে বাইরে থেকে ঘরের তালাবদ্ধ দেখতে পাই। এ সময় সন্দেহ হলে আমরা ঘরের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বাবার লাশ পড়ে থাকতে দেখি। তখন আমরা পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’ এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক সাঈদুজ্জামান বলেন, শুক্রবার বিকেলে নিহতের ছেলে ইমদাদুল ইসলামের অভিযোগের ভিত্তিতে খোলামোড়া এলাকার হারিকেন কারখানা রোড়ের নির্মাণাধীন একটি বাড়ি থেকে গৃহকর্তা প্রবাসীর লাশ উদ্ধার করি। তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে রাতে কোন এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে বাইরে থেকে তালা মেরে পালিয়ে যায়। এ ব্যাপারে নিহতের ছেলে মাইদুল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
×