ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উত্তরাঞ্চলের হিমাগার পুনর্বাসনে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

প্রকাশিত: ০৫:১৬, ৩১ জানুয়ারি ২০১৫

উত্তরাঞ্চলের হিমাগার পুনর্বাসনে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

অর্থনৈতিক রিপোর্টার ॥ উত্তরাঞ্চলের হিমাগারগুলোর পুনর্বাসনে ‘বিশেষ’ সুবিধা দিতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, উত্তরাঞ্চলের কৃষকদের বৃহত্তর স্বার্থে স্থাপিত হিমাগার প্রকল্পগুলোর আর্থিক সঙ্কট বিবেচনায় ঋণগ্রহীতার আবেদন সাপেক্ষে প্রতিটি কেসের গুণাগুণ বিবেচনায় নিয়ে ব্যাংকার-কাস্টমার সম্পর্কের ভিত্তিতে সুবিধা দিতে বলা হয়েছে। আর এ সুবিধা পেতে হলে প্রজ্ঞাপন জারির দুই মাসের মধ্যে ঋণগ্রহীতাকে আর্থিক ক্ষয়ক্ষতির প্রমাণাদি ও প্রাসঙ্গিক কাগজপত্রসহ সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করতে হবে। প্রজ্ঞাপন অনুযায়ী, হিমাগারগুলোর অনিয়মিত ঋণ ব্লক এ্যাকাউন্টে স্থানান্তর, মর‌্যাটরিয়াম সুবিধা প্রদান ও নমনীয় পরিশোধসূচী নিরূপণ করা যাবে। ব্লক এ্যাকাউন্টে স্থানান্তরিত ঋণের জন্য এক বছরের মর‌্যাটরিয়াম সুবিধা প্রদান এবং ষাণ¥াসিক কিস্তিতে আদায়যোগ্য ধরে প্রকল্প ঋণের জন্য সর্বোচ্চ আট বছর এবং চলতি মূলধন ঋণের জন্য সর্বোচ্চ পাঁচ বছর পরিশোধ সময়কাল হিসেবে বিবেচনা করা যাবে। ব্লক এ্যাকাউন্টে স্থানান্তরিত ঋণের ওপর ১০ শতাংশ অথবা কস্ট অব ফান্ড হারÑএ দুয়ের মধ্যে যেটি কম সে হারে সুদ আদায় করা যাবে।
×