ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খালেদার বিরুদ্ধে দুই দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে

প্রকাশিত: ০৮:৫৭, ৩০ জানুয়ারি ২০১৫

খালেদার বিরুদ্ধে দুই দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দুই দুর্নীতি মামলার (জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট) সাক্ষ্য গ্রহণ ফের পিছিয়েছে। বুধবার ছেলের মৃত্যুতে শোকের কথা জানিয়ে খালেদা জিয়া আদালতে না যাওয়ায় এ দুই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৫ ফেব্রুয়ারি দিন ঠিক করেছে আদালত। ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ সাক্ষ্য গ্রহণের জন্য নতুন এই দিন ধার্য করেন। শুনানির শুরুতে খালেদার আইনজীবীরা আদালতকে জানান, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে বিএনপিনেত্রী শোকার্ত এবং অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি। পরে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল সাংবাদিকদের জানান, খালেদার আইনজীবীরা এ দিনের সাক্ষ্য গ্রহণ মুলতবির জন্য সময়ের আবেদন করেন। রাষ্ট্রপক্ষও তাদের আবেদনের বিরোধিতা করেনি। দুই পক্ষের বক্তব্য শুনে বিচারক নতুন তারিখ দিয়েছেন।
×