ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিংহ-মানুষের বন্ধুত্ব

প্রকাশিত: ০৫:০৮, ৩০ জানুয়ারি ২০১৫

সিংহ-মানুষের বন্ধুত্ব

একেই বলে বন্ধুত্ব! বন্ধুত্বের প্রতিদান দিতে গিয়ে নিজের সত্তাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে ফেলেছে। হিংস্রতা যার স্বভাব সে যে কখন মানুষের প্রেমে অহিংস হয়ে উঠেছে তা সে জানেই না। তার প্রিয় মানুষ বন্ধুটি হলো ভ্যালেনটিন গ্রুয়েনার। তিন বছর আগে জার্মানির সংরক্ষক গ্রুয়েনার বতসোয়ানা মরুভুমির উত্তপ্ত পরিবেশে কুড়িয়ে পায় এক সিংহী শাবক। গ্রুয়েনার তাকে তুলে নিয়ে আসে মডিসা অভয়ারণ্যে। এরপর থেকেই শুরু হয় তাদের গভীর বন্ধুত্ব। তিনি শাবকটির নাম দিয়েছে সিরগা। - জিনিউজ ফেসবুকের মুনাফা ৭০ কোটি ডলার বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক ফেসবুকের মুনাফা ২০১৪ সালের শেষ তিন মাসে ৭০ কোটি ১০ লাখ ডলার। এই পরিমাণ আগের বছরের (২০১৩) একই সময়ের তুলনায় ৩৪ শতাংশ বেশি। ফেসবুকে দেয়া বিজ্ঞাপন বাবদ আয় ৫৩ শতাংশ বেড়ে ৩৫৯ কোটি ডলার। এর ৭০ শতাংশ আয়ই এসেছে মোবাইলের বিজ্ঞাপন থকে। এখন প্রতিমাসে নিয়মিত ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১৩৯ কোটি। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বলেছেন, ২০১৪ সালে আমরা অনেক কিছু করেছি। - ওয়েবসাইট
×