ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রূপগঞ্জে ছাত্রলীগের সঙ্গে যুবলীগের সংঘর্ষ ॥ একজন গুলিবিদ্ধসহ আহত ১০

প্রকাশিত: ০৭:৪৮, ২৯ জানুয়ারি ২০১৫

রূপগঞ্জে ছাত্রলীগের সঙ্গে যুবলীগের সংঘর্ষ ॥ একজন গুলিবিদ্ধসহ আহত ১০

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ ২৮ জানুয়ারি ॥ রূপগঞ্জে বোচারবাগ মেলার আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টাধাওয়া, গুলিবিনিময় ও রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছে। সংঘর্ষে মোবারক হোসেন (৩৫) নামে যুবলীগ নেতা গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছে। বুধবার রাত আটটার দিকে তারাব পৌরসভার গন্ধর্বপুরে বোচারবাগ মেলায় ঘটে এ ঘটনা। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। মোবারক হোসেন মাথায় ও পায়ে গুলিবিদ্ধ হয়েছে। তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। আহত বাকিদের পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, মেলায় আধিপত্য বিস্তার নিয়ে কয়েক দিন ধরেই যুবলীগ নেতা রুবেলের সঙ্গে ছাত্রলীগ নেতা সুলতান মির্জার বিরোধ চলে আসছিল। বুধবার রাত আটটার দিকে রুবেলসহ তার লোকজন মেলায় গেলে সুলতান মির্জাসহ তার লোকজন আগ্নেয়াস্ত্র দিয়ে তাদের ওপর চড়াও হয়। তাদের ওপর গুলি চালায়। এতে মোবারক হোসেন মাথা ও পায়ে গুলিবিদ্ধ হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া পাল্টাধাওয়া, গুলিবিনিময় ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়।
×