ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

৩শ’ কোটি টাকার বন্ড ছাড়বে মিউচুয়াল ট্রাস্ট

প্রকাশিত: ০৬:৪০, ২৯ জানুয়ারি ২০১৫

৩শ’ কোটি টাকার বন্ড ছাড়বে মিউচুয়াল ট্রাস্ট

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ৩শ’ কোটি টাকার বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ব্যাংকটির পরিচালনা পর্ষদ টিয়ার টুয়ের শর্ত অনুযায়ী মূলধন বাড়ানোর জন্য বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ব্যাংকের শেয়ারহোল্ডারদের অনুমতির পরেই বন্ড ইস্যু করা যাবে। উল্লেখ্য, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অনুমোদিত মূলধন রয়েছে এক হাজার কোটি টাকা ও পরিশোধিত মূলধন রয়েছে ৩শ’ সাত কোটি টাকা। এই ব্যাংক ২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ম্যারিকোর লেনদেন বন্ধ আজ অর্থনৈতিক রিপোর্টার ॥ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আজ বৃহস্পতিবার দেশের উভয় পুঁজিবাজারে ম্যারিকোর শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ম্যারিকো বাংলাদেশ লিমিটেড গত ২০ জানুয়ারি ৩১ মার্চ ২০১৫ সালের জন্য অন্তর্বর্তীকালীন ২২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। আর এই জন্যই কোম্পানিটির লেনদেন বন্ধ থাকবে আজ।
×