ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলা ২য় পত্র

প্রকাশিত: ০৬:৩৭, ২৯ জানুয়ারি ২০১৫

বাংলা ২য় পত্র

বিষয়: বাংলা ২য় পত্র (পূর্ব প্রকাশের পর) ২৫. ‘নহ’ ধাতুর সাধারণ বর্তমান উত্তম পুরুষের চলিত রূপ কোনটি? ক) নহ্ খ) নহে গ) নই ঘ) নয় ২৬. পদাশ্রিত নির্দেশক এর অপর নাম - ক) অনন্বয়ী অব্যয় খ) পদাশ্রিত অব্যয় গ) পদান্বয়ী অব্যয় ঘ) সমুচ্চয়ী অব্যয় ২৭. শরীরের কোন অঙ্গটিকে ধ্বনি তৈরির যন্ত্র বলা হয়? ক) ঠোঁট খ) ফুসফুস গ) দাঁত ঘ) জিহ্বা ২৮. ‘সুকাজ’ শব্দটির ‘সু’ কোন পকার উপসর্গ? ক) হিন্দি খ) তৎসম গ) আরবি ঘ) খাঁটি বাংলা ২৯. ‘সন্ধি’ - এর সন্ধি বিচ্ছেদ কী? ক) সম + ধি খ) সম্ + ধি গ) সম্ + ন্ধি ঘ) সণ্ + ধি ৩০. বাংলা ভাষায় সান্ধ্যক্ষর কয়টি? ক) ৫০টি খ) ২৫টি গ) ৩৯টি ঘ) ২টি ৩১. নিচের কোনটি সর্বনামের বিভক্তিগ্রাহী রূপ? ক) তুমি খ) আমি গ) তোমা ঘ) তিনি ৩২. কোনটি নিত্য সম্বন্ধীয় অব্যয়ের উদাহরণ? ক) অতি ভক্তি চোরের লক্ষণ খ) যত গর্জে তত বর্ষে না গ) ওদিকে আর যাব না ঘ) এত চেষ্টাতেও হলো না ৩৩. বিদেশি তদ্ধিত পত্যয়যোগে গঠিত শব্দ কোনটি? ক) মিশুক খ) মেঘলা গ) বড়াই ঘ) পানসে/গিন্নীপনা ৩৪. মৌলিক ধাতুর অপর নাম কী? ক) সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতু খ) ণিজন্ত ধাতু গ) নাম ধাতু ঘ) পযোজক ধাতু ৩৫. সমার্থক শব্দযোগে দ্বিরক্তি হয়েছে কোনটিতে? ক) ভাল-মন্দ খ) তোড়-জোড় গ) ধন-দৌলত ঘ) আমির-ফকির ৩৬. বিশেষ্য, বিশেষণ বা অনুকার অব্যয়ের পরে ‘আ’ পত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় তাকে কী বলে? ক) সাধিত ধাতু খ) বিদেশি ধাতু গ) মৌলিক ধাতু ঘ) নাম ধাতু ৩৭. কোনটি তুর্কি শব্দ? ক) রিক্সা খ) চাহিদা গ) দারোগা ঘ) খদ্দর ৩৮. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে? ক) আ-কার খ) ই-কার গ) ঈ-কার ঘ) কার ৩৯. ‘ওখানে যাস না’ - কোন অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
×