ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যে কারণে পদ্মশ্রী ফিরিয়ে দিলেন সেলিম খান

প্রকাশিত: ০৬:১৮, ২৯ জানুয়ারি ২০১৫

যে কারণে পদ্মশ্রী ফিরিয়ে দিলেন সেলিম খান

সংস্কৃতি ডেস্ক ॥ বলিউডের কালজয়ী অনেক চলচ্চিত্রের চিত্রনাট্যকার সেলিম খান ভারত সরকারের দেয়া চতুর্থ বেসরকারি সম্মননা পদ্মশ্রী খেতাব ফিরিয়ে দিয়েছেন। বিশেষ করে ‘শোলে’, ‘জঞ্জির’, ‘দিওয়ার’, ‘ডন’, ‘শক্তি’, ‘মিস্টার ইন্ডিয়া’র মতো জনপ্রিয় চলচ্চিত্রের কাহিনীকার তিনি। প্রখ্যাত এই বলিউড তারকা মুম্বাইয়ের একটি গণমাধ্যমে দেয়া প্রতিক্রিয়ায় পদ্মশ্রী খেতাব ফিরিয়ে দেয়ার কথা স্বীকার করেন। গণমাধ্যমে তিনি বলেন, পদ্মশ্রীর চেয়েও বেশি কিছু পেতে পারি আমি। ভারত সরকার বরাবরই তাঁর অবদানকে অবহেলা করেছে বলে মনে করেন সেলিম খান। সত্তর ও আশির দশকে জাভেদ আখতারের সঙ্গে যৌথভাবে অনেক ব্লকবাস্টার চলচ্চিত্রের গল্প লিখেছেন ৭৯ বছর বয়সী এই লেখক। জাভেদ পদ্মশ্রী ও পদ্মভূষণ দুটি সম্মানই পেয়েছেন। এ কারণে হতাশা ব্যক্ত করে সেলিম জানান, সমসাময়িক ও নবীন শিল্পীরা কম অবদান রেখেও তাঁর চেয়ে বেশি পেয়েছে। তাঁর দাবি, শুধু পদ্মশ্রী তাঁর কাজ ও মর্যাদাকে উপস্থাপন করে না। সেলিম খান বলেছেন, ফিরিয়ে দেয়া মানেই এই পুরস্কারের বিরোধী নই আমি। ৫৫ বছর পেরিয়ে ৪০টিরও বেশি হিন্দি চলচ্চিত্রে কাজ করার পর পদ্মশ্রীর চেয়েও বেশি কিছু পেতে পারি আমি। এর আগে যোগব্যায়ামের গুরু রামদেব ও রবিশঙ্কর পদ্মশ্রী সম্মান নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। সেলিম খানের বড় ছেলে সালমান খান তারকা হয়েছেন অভিনয়ে। অন্য দুই ছেলে আরবাজ খান আর সোহেল খানের অভিনেতা-নির্মাতা দুটি পরিচয়ই আছে।
×