ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আহত ৩, আটক ৬

দিনাজপুরে পুলিশ ও বিজিবির সঙ্গে জামায়াত-শিবিরের গুলিবিনিময়

প্রকাশিত: ০৫:৩৮, ২৯ জানুয়ারি ২০১৫

দিনাজপুরে পুলিশ ও বিজিবির সঙ্গে জামায়াত-শিবিরের গুলিবিনিময়

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে পুলিশ-বিজিবির সঙ্গে মঙ্গলবার রাতে জামায়াত-শিবিরের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ধাওয়া পাল্টাধাওয়ায় পুলিশ ২১ রাউন্ড গুলিবর্ষণ করে। সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে।। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বিবরণে জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার দিকে চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে দুর্বৃত্তরা গাড়িতে ঢিল মেরে পালিয়ে যাওয়ার পর ডিবি পুলিশ অভিযান চালিয়ে জামায়াত নেতা মকবুল মুন্সির ভাই মোফাজ্জল হোসেন (৫৫) ও জামায়াত নেতা আব্দুল জলিলকে (৫০) আটক করে। জামায়াতের নেতাকে আটকের প্রতিবাদে নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ মিছিল করে ও ভাংচুর চালায়। এ সময় টহলরত পুলিশ ও বিজিবির সদস্যদের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২১ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। প্রায় সাড়ে ৩ ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ৩ জন আহত হয়। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে রায়হান (২৪), শফিকুল ইসলাম (৩০), সিরাজুল হক (৩২) ও মোক্তারুল (২৫) নামে ৪ জামায়াত-শিবির কর্মীকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে চিরিরবন্দর থানায় মামলা দায়ের করেছে।
×