ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফতুল্লায় বাসে আগুন

গণপিটুনির শিকার দুই শিবির কর্মীর স্বীকারোক্তি

প্রকাশিত: ০৫:৩৮, ২৯ জানুয়ারি ২০১৫

গণপিটুনির শিকার দুই শিবির কর্মীর স্বীকারোক্তি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ফতুল্লায় বাসে পেট্রোল দিয়ে আগুন দেয়ার সময় গণপিটুনির শিকার দুই শিবির নেতাকর্মী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। বুধবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ ছিদ্দিকীর আদালতে তাদের জবানবন্দী রেকর্ড করা হয়। জবানবন্দী দেয়া ২ শিবির নেতা হলো ফতুল্লার নবীনগর এলাকার মোতালিব মিয়ার ছেলে, থানা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক শিহাব ও সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকার মান্নান গাজীর ছেলে, শিবির কর্মী আবু সাঈদ। রবিবার থেকে তারা তিন দিনের রিমান্ডে ছিল। জবানবন্দী দেয়ার বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন। আদালত সূত্রে জানা গেছে, জবানবন্দীতে শিহাব এবং আবু সাঈদ আদালতকে জানিয়েছে, নারায়ণগঞ্জে শিবিরের শক্ত নেটওয়ার্ক রয়েছে। এরা যে কোন সময় নারায়ণগঞ্জে বড় ধরনেরর নাশকতা তৈরির অপেক্ষায় রয়েছে। দলীয় হাইকমান্ডের নির্দেশে তারা বিভিন্ন সময় নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন দিয়েছে। উল্লেখ্য, ২৪ জানুয়ারি দুপুরে ঢাকা-মুন্সীগঞ্জ সড়কের নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর এলাকায় ঢাকাগামী দিঘীরপাড় পরিবহনের একটি বাসে আগুন দিয়ে পালানোর সময় স্থানীয় জনগণ ধাওয়া দিয়ে শিহাব, আবু সাঈদ ও মাহামুদ নামে ৩ শিবির ক্যাডারকে ৫ বোতল পেট্রোলসহ আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করে।
×