ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি

নাশকতার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পেশাজীবীদের মানববন্ধন

প্রকাশিত: ০৪:৪৩, ২৯ জানুয়ারি ২০১৫

নাশকতার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পেশাজীবীদের মানববন্ধন

জনকণ্ঠ ডেস্ক ॥ বিএনপি ও জামায়াতসহ ২০ দলীয় জোটের হরতাল, অবরোধ, নাশকতা ও গাড়িতে পেট্রোলবোমা হামলার প্রতিবাদে সারাদেশে মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন পেশাজীবী সংগঠন বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে। ‘হরতাল-অবরোধ মানি না, মানব না,’ ‘খালেদা জিয়ার গ্রেফতার চাই’ প্রভৃতি সেøাগান নিয়ে নানা শ্রেণী-পেশার মানুষ মিছিলে অংশ নেয়। এসব কর্মসূচীতে সহিংসতার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। এছাড়া সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানায় আয়োজকরা। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদাতার। হবিগঞ্জ ॥ সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে বুধবার হবিগঞ্জ শহরে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ করেছে মুক্তিযোদ্ধারা। বেলা সাড়ে ১১টায় শহরের কালেক্টরেট ভবন সংলগ্ন জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের প্রধান গেটের সামনে ওই দাবিতে কমান্ডার এ্যাডভোকেট মোহাম্মদ আলী পাঠানের নেতৃত্বে মানববন্ধনে অংশ নেন শত শত মুক্তিযোদ্ধা। জেলা কালেক্টরেট ভবনের নিমতলায় সমাবেশ অনুষ্ঠিত হয়। জামালপুর ॥ দি জামালপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির আহ্বানে বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের প্রধান সড়কের ৬টি স্পটে ৫০টি পেশাজীবী সংগঠন এই মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে মুক্তিযোদ্ধা, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, চিকিৎসক, শিক্ষক, গণজাগরণ মঞ্চ, সাংস্কৃতিক কর্মী, মুদ্রণ শিল্প সমিতি, পরিবহন মালিক, পরিবহন শ্রমিকসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। বরিশাল ॥ দলমত নির্বিশেষে সহিংসতার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী গণঅবস্থান ও সমাবেশ করেছেন বরিশাল গণজাগরণ মঞ্চের নেতৃবৃন্দ। বুধবার সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে অনুষ্ঠিত সমাবেশ বক্তব্য দেন গণজাগরণ মঞ্চের সংগঠক নিগার সুলতানা হনুফা, নজরুল বিশ্বাস, নাসরিন আক্তার পপি, সিদ্দিকুর রহমান, কমিউনিস্ট পার্টির নেতা একে আজাদ প্রমুখ। গাজীপুর ॥ মুক্তিযুদ্ধ ফাউন্ডেশন শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে। জেলা মুক্তিযুদ্ধ ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ রমিজ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবি আবু নাসির খান তপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন-গাজীপুর বারের পিপি মুক্তিযোদ্ধা হারিছ উদ্দিন আহম্মেদ, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, গাজীপুর বারের সাধারণ সম্পাদক ইস্তেকবাল হোসাইন প্রমুখ। কিশোরগঞ্জ ॥ কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালিত হয়েছে। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত মুক্তিযোদ্ধারা ছাড়াও নানা শ্রেণী-পেশার বিপুলসংখ্যক লোকজন অংশ নেয়। পরে তারা জেলা প্রশাসক এসএম আলমের নিকট খালেদা জিয়ার গ্রেফতারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন। সমাবেশে বক্তৃতা করেন ডেপুটি কমান্ডার আঃ মান্নান, নারীনেত্রী খালেদা ফেন্সি, বিলকিস বেগমসহ মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ।
×