ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অনলাইনে বিদ্যুত বিল পরিশোধে চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: ০৪:৩৯, ২৯ জানুয়ারি ২০১৫

অনলাইনে বিদ্যুত বিল পরিশোধে চুক্তি স্বাক্ষর

সনাতন পদ্ধতিতে বিদ্যুত বিল পরিশোধের জটিলতা থেকে গ্রাহকদের মুক্ত করে অনলাইনে বিল পরিশোধের নতুন দিগন্ত উন্মোচন করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। এ লক্ষ্যে সম্প্রতি ডিপিডিসি ও ন্যাশনাল ব্যাংকের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়। এখন থেকে ঢাকা ও নারায়ণগঞ্জ অঞ্চলের ডিপিডিসির গ্রাহকগণ ন্যাশনাল ব্যাংকের সকল শাখার মাধ্যমে অনলাইনে বিদ্যুত বিল পরিশোধ করতে পারবে। ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নজরুল হাসান (অব) এবং ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামসুল হুদা খানের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর করেন ডিপিডিসির সচিব (উপসচিব) মোহাম্মাদ মুনীর চৌধুরী এবং ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামসুল হুদা খান। -বিজ্ঞপ্তি পৃথিবীতে সর্বোচ্চ মুনাফার রেকর্ড এ্যাপেলের অর্থনৈতিক রিপোর্টার ॥ পৃথিবীর ইতিহাসে কোন পাবলিক কোম্পানির করা সর্বোচ্চ মুনাফার নতুন রেকর্ড করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এ্যাপল। ‘আইফোন সিক্স’ এবং ‘সিক্স প্লাস’ নির্মাতা কোম্পানিটি বলেছে, গত বছরের শেষ তিন মাসে তারা মোট ১৮শ’ কোটি ডলার মুনাফা করেছে। আইফোনের রেকর্ড বিক্রিই এর কারণ বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়া ভিত্তিক কোম্পানিটি। ২০১৪ সালের ২৭ ডিসেম্বর পর্যন্ত তিন মাস সময়ে তারা আইফোন বিক্রি করেছে ৭৪ কোটি ৫০ লাখ। এ প্রসঙ্গে এ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেছেন, আইফোনের চাহিদা ছিল ‘বিস্ময়কর’। বাজার বিশ্লেষকদের প্রত্যাশাও ছাড়িয়েছে গেছে এই বিক্রি। কোন পাবলিক কোম্পানির করা মুনাফার অংকের মধ্যে এটাই সর্বোচ্চ। এর আগে ২০১২ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে আমেরিকান তেল-গ্যাস এক্সন-মোবিল কোম্পানি সর্বোচ্চ প্রায় ১৬০০ কোটি ডলার মুনাফা করেছিল।
×