ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অবরোধ-হরতালে বন্ধ হতে চলেছে ২৫০ পাটকল

প্রকাশিত: ০৪:৩৮, ২৯ জানুয়ারি ২০১৫

অবরোধ-হরতালে বন্ধ হতে চলেছে ২৫০ পাটকল

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের স্বার্থকে প্রাধান্য দেয়ার রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জুট স্পীনার্স এ্যাসোসিয়েশন। সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ শাহ্জাহান সোমবার এক বিবৃতিতে বলেন, বর্তমান রাজনৈতিক কর্মসূচীতে অনির্দিষ্টকালের জন্য অবরোধ এবং দেশের বিভিন্ন অঞ্চলে হরতাল ঘোষণার কারণে দেশের অর্থনৈতিক অবস্থা আজ এক চরম বিপর্যয়ের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। দেশের ব্যবসা-বাণিজ্য বিশেষ করে রফতানি চরম নাজুক অবস্থায় পতিত হয়েছে। টানা অবরোধ চলার কারণে রফতানি পণ্য পরিবহন অচল হয়ে পড়েছে। বিদেশী ক্রেতাগণও এতে হতাশ। পণ্য জাহাজীকরণ সময় মতো না হওয়ায় ক্রেতারা বিক্রয় চুক্তি বাতিল করার হুমকি দিচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, অবরোধের কারণে পাটসুতাকলের শ্রমিকদের উপস্থিতি আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে, যার ফলে পণ্য উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। উৎপাদন হ্রাস পাওয়ায় পণ্যের উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়ে চলেছে। পাটকলের প্রধানতম কাঁচামাল কাঁচা পাটের অভাবে পাটকলসমূহ তাদের উৎপাদন কার্যক্রমে বিঘœতার সৃষ্টি হচ্ছে। এই অবস্থা অব্যাহত থাকলে দেশের বহু পাটকল অচিরেই বন্ধ হয়ে যাবে। পাটকলসমূহের এই অপূরণীয় ক্ষতিতে তারল্য সঙ্কট উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং সেই সঙ্গে বৃদ্ধি পাচ্ছে ঋণের বোঝা। এতে সময় মতো পাটকলসমূহ ঋণ পরিশোধে ব্যর্থ হবে। বিবৃতিতে পাটসুতা শিল্পের বিদ্যমান অবস্থা তুলে ধরে বলা হয়, বর্তমান অবরোধের কারণে গত ২২-২৩ দিনে এই শিল্পে ১৫-২০ হাজার মেট্রিক টন পাটসুতার রফতানি হ্রাস পেয়েছে, যার মূল্য প্রায় ১৫০ কোটি টাকা।
×