ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্রয় কমিটিতে চার প্রকল্প অনুমোদন

প্রকাশিত: ০৪:৩৮, ২৯ জানুয়ারি ২০১৫

ক্রয় কমিটিতে চার প্রকল্প অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ খুলনা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণসহ ৬৫৯ কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্পের অনুমোদন দিয়েছে ক্রয়সংক্রান্ত্র মন্ত্রিসভা কমিটি। বুধবার সচিবালয়ে কমিটির বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান। এর আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে মন্ত্রিসভা কক্ষে ক্রয়সংক্রান্ত্র মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রবাসীকল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকের পর যুগ্ম সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, ৫৩৪ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে খুলনা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। কাজটি পেয়েছে চায়না হার্বার্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। অন্য তিনটি প্রকল্পের মধ্যে রাজধানীর উন্নয়নে প্রিপারেশন অব ডিটেইল এরিয়া প্ল্যান ফর ঢাকা ডেভেলপমেন্ট এরিয়া প্ল্যান্ট শীর্ষক প্রকল্পের আওতায় দুটি লটে পরামর্শক নিয়োগের প্রস্তাব অনুমোদন দেয়া হয়। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৯৯ লাখ ৯৬ হাজার টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। ‘ঢাকা ওয়াটার সাপ্লাই এ্যান্ড স্যানিটেশন প্রজেক্ট’র আওতায় উত্তরা ও মিরপুরে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশনে অবকাঠামো নির্মাণ কাজে পরামর্শক নিয়োগের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। এ কাজে ব্যয় হবে ১৩ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার টাকা। কোরিয়ান একটি কোম্পানি কাজটি পেয়েছে।
×