ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সদরঘাটের কুলি

প্রকাশিত: ০৫:৪১, ২৮ জানুয়ারি ২০১৫

সদরঘাটের কুলি

জীবিকার জন্য কত ধরনের পেশাই না গ্রহণ করছে মানুষ। আমাদের দেশে শ্রমের মর্যাদা প্রতিষ্ঠিত না হলেও কায়িক শ্রমিকদের বদৌলতে শিক্ষিত সভ্যজনেরা শান্তিতে-স্বস্তিতে দিনযাপন করতে পারছে। সিদ্দিক মিয়া ভাগ্য বদলাতে রাজধানীর সদরঘাটে এসে কুলির কাজ নেন। জীবন ও জীবিকার জন্য দীর্ঘদিন ধরে তিনি কুলির কাজই করে চলছেন। তবে ভাগ্য বদলাতে পারেননি। লঞ্চ ও ট্রলারে আসা যাত্রীদের মালামাল উঠিয়ে বা নামিয়ে গন্তব্যে পৌঁছে দিয়ে থাকেন তিনি। কাজ শেষে দুই-পাঁচ টাকা বকশিশও পান মাঝে মাঝে। এভাবেই চলছে সিদ্দিকের জীবন। যাত্রীদের বোঝা টানতে টানতে নিজের জীবনটাকে তাঁর এখন বোঝা মনে হয়। সদরঘাট থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×