ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ফেসবুক ৫০ মিনিট অফলাইনে

প্রকাশিত: ০৫:২৬, ২৮ জানুয়ারি ২০১৫

ফেসবুক ৫০ মিনিট  অফলাইনে

স্টাফ রিপোর্টার ॥ মঙ্গলবার দুপুরের পর থেকে প্রায় ৫০ মিনিট অফলাইনে ছিল শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ এক প্রতিবেদনে জানিয়েছে, মালয়েশিয়ান হ্যাকার গ্রুপ লিজার্ড স্কোয়াড ফেসবুক, ইনস্টাগ্রামসহ পঁচটি সোশ্যাল নেটওয়ার্ক সাইট হ্যাক করার দাবি করেছে। এক টুইটে তারা এই দাবি জানায়। এই হ্যাকার গ্রুপই একদিন আগে মালয়েশিয়ান এয়ারলাইন্সের সাইট হ্যাক করেছিল। ডাউন ডিটেক্টর ডটকম এক রিপোর্টে জানায়, যুক্তরাজ্যে মঙ্গলবার ভোর ৬টা ২০ মিনিট (বাংলাদেশ সময় বেলা ১২টা ২০ মিনিট) ফেসবুক সাইটে ‘এক্সেস’ পাওয়া যাচ্ছিল না। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের স্থানীয় সময় মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিট (বাংলাদেশ সময় সকাল ১১টা ১০ মিনিট) থেকে ফেসবুকে ‘লগইন সমস্যা’ হচ্ছে বলে অভিযোগ পেয়েছে ডাউন ডিটেক্টর। বিভিন্ন ওয়েবসাইট অফলাইন বা ‘ডাউন’ থাকা বিষয়ে রিপোর্ট করে থাকে ডাউন ডিটেক্টর ডটকম। এতে সাধারণ ব্যবহারকারীরা বিভিন্ন ওয়েবসাইট বিষয়ে তথ্য যোগ করেন। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশেও প্রায় একই সময় থেকে ব্যবহারকারীরা ফেসবুকের ওয়েবসাইটে প্রবেশ করতে পারছিলেন না। রাজধানীর বাড্ডা থেকে সাঈদ জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার পর থেকেই তিনি ‘এরর মেসেজ’ পেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ শিক্ষার্থী ফরাহ তাসনিমও একই অভিযোগ করেছেন। তবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বলছে, বিটিআরসির পক্ষ থেকে ফেসবুক বন্ধ করতে কোন নির্দেশনা দেয়া হয়নি। বেলা ১টা ১০ মিনিটে সাইটটি আবারও স্বাভাবিক অবস্থায় ফিরেছে।
×