ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আমেরিকান গলফ কাপ সমাপ্ত

প্রকাশিত: ০৪:৩৬, ২৮ জানুয়ারি ২০১৫

আমেরিকান গলফ কাপ সমাপ্ত

স্পোর্টস রিপোর্টার ॥ তিন দিনব্যাপী অনুষ্ঠিত ৩৫তম আমেরিকান কাপ গলফ টুর্নামেন্ট শেষ হয়েছে। এবার সার্বিকভাবে এ আসরে বিজয়ী হয়েছেন গলফার মোঃ আব্দুল আজিজ জর্জ। কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত এ বার্ষিক প্রতিযোগিতার সিনিয়র বিভাগে এমএস কিম ও মহিলা বিভাগে ফেরদৌসি মাহবুব জয়ী হন। প্রধান অতিথি হিসেবে থেকে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল মুহাম্মদ এনামুল বারী এবং বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য এ্যাফেয়ার্স (ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত) এআই ডেভি মিলে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। এবার বার্ষিক এ গলফ প্রতিযোগিতায় মোট ৫৮৯ গলফার অংশগ্রহণ করেন। এবার মূল স্পন্সর ছিল শেভরন বাংলাদেশ। এছাড়াও অন্যান্য কর্পোরেট স্পন্সর হিসেবে ছিল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, হ্যালিবার্টন, ওয়েদারবোর্ড, টাইগার সিমেন্ট, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, ফেডএক্স, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল, ঢাকা আইসক্রিম লিমিটেড, আর আর কেবল, বন্ডস্টেইন টেকনোলজিস, রবি এজিয়াটা ও কোকাকোলা। ভূতের খপ্পরে হারিস! স্পোর্টস রিপোর্টার ॥ কোচ ম্যানেজার চিকিৎসক বলছেন, ‘জ্বরের ঘোরে ভুল দেখেছ।’ কিন্তু হারিস সোহেল মানতে নারাজ। পাক ক্রিকেটার পরিষ্কার বুঝতে পারেন, হোটেল রুমে মধ্যরাতে কেউই একজন তার খাট ধরে ঝাঁকাচ্ছেন। ঘুম থেকে জেগে ওঠার পরও কয়েকবার ঘটে একই ঘটনা! ভূতের আছড় জাতীয় বিষয়টিকে অতিপ্রাকৃত বলেই মনে করছেন ২৬ বছর বয়সী অলরাউন্ডার। বিশ্বকাপ খেলতে পাকিস্তান ক্রিকেট দল এখন নিউজিল্যান্ডে। সেখানে প্রস্তুতি নিচ্ছেন মিসবাহ-উল হকরা। হোটেলে ঠিক কি হয়েছিল? সোহেলের বক্তব্য অনুযায়ী, রিজেস ল্যাটিমার হোটেলে তার জন্য নির্দিষ্ট কক্ষে ঘুমাচ্ছিলেন তিনি। মাঝরাতে হঠাৎই অনুভব করেন কেউ একজন তাঁর খাট ধরে জোড়ে ঝাঁকুনি দিচ্ছে। ধড়-মড় করে উঠে বসেন।
×