ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হতাশ করলেন শূটার বাকি-শোভন

প্রকাশিত: ০৪:৩৪, ২৮ জানুয়ারি ২০১৫

হতাশ করলেন শূটার বাকি-শোভন

স্পোর্টস রিপোর্টার ॥ মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে শুরু হয়েছে ‘আন্তর্জাতিক শূটিং গ্রাঁ প্রি। এতে হতাশাজনক রেজাল্ট করেছেন বাংলাদেশের দুই শূটার আবদুল্লাহ-হেল-বাকী এবং শোভন চৌধুরী। বাকী হয়েছেন পঞ্চম (স্কোর ৫৯৪), শোভন হয়েছেন ত্রয়োদশ (স্কোর ৫৯০)। সোমবার কুয়েত সিটিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা বাংলাদেশের এ দুই শূটার অংশ নেন ১০ মিটার এয়ার রাইফেলে। এক সময় শুধু ইউরোপেই আয়োজিত হতো গ্রাঁ প্রি। এখন এশিয়াতেও আয়োজিত হচ্ছে এ প্রতিযোগিতা। বাকী বাংলাদেশের শূটিংয়ে পরিচিত এক নাম। গত কমনওয়েলথ গেমসে রৌপ্যপদক জেতেন তিনি। শোভন বাংলাদেশের শূটিংয়ে সম্ভাবনাময় শূটার। গত নবেম্বরে অনুষ্ঠিত জাতীয় এয়ারগান চ্যাম্পিয়নশিপে বাকীকে হারিয়েই প্রথম হয়েছিলেন তিনি। কাবাডি রেফারিদের পদোন্নতি পরীক্ষার স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ কাবাডি রেফারিজ কমিটির তত্ত্বাবধানে গত ১ নবেম্বর ২০১৪ তৃতীয় থেকে দ্বিতীয় শ্রেণীতে এবং দ্বিতীয় থেকে প্রথম শ্রেণীতে কাবাডি রেফারিদের পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় বিভিন্ন জেলা ও সংস্থা থেকে মোট ২৭ জন অংশ নেন। তাদের মধ্য থেকে যে সব রেফারি উত্তীর্ণ হন, তারা হলেন- তৃতীয় থেকে দ্বিতীয় শ্রেণীতে : শাহজালাল উদ্দিন, সুরাইয়া বেগম, মাহবুবুর রহমান, শামিম উদ্দিন, আবু আওয়াল সিদ্দিকী তান্না, হেলাল উদ্দিন, আবদুর রহমান, ওবায়দুল হক, মালেকা পারভীন; দ্বিতীয় থেকে প্রথম শ্রেণীতে : মীর কায়ছার সাদিক, মারুফ হাসান সিদ্দিকী ছানা, কামরুজ্জামান, আব্দুল কাইউম শিকদার, মকবুল হোসেন, মোখলেছুজ্জামান, আব্দুর রাজ্জাক, রেজাউল ইসলাম, আনোয়ারুল ইসলাম, নাজির আহমেদ এবং আমজাদ হোসেন মজনু।
×