ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে দুই হাজার বালু শ্রমিক বেকার

প্রকাশিত: ০৪:১৭, ২৮ জানুয়ারি ২০১৫

মুন্সীগঞ্জে দুই হাজার বালু শ্রমিক বেকার

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের ধলেশ্বরী ও মেঘনা নদীর বালুবাহী বাল্কহেড মালিক ও শ্রমিকদের সময় এখন ভাল যাচ্ছে না। ২০ দলীয় জোটের টানা হরতাল-অবরোধের মুখে বালু ব্যবসায় ধস নামায় রাজধানীর কাছের এই জেলার বালু ব্যবসায়ী ও শ্রমিকদের দুর্দিন যাচ্ছে। অনেকটা বেকার সময় কাটাচ্ছেন প্রায় দুই হাজার বালু শ্রমিক। বাল্কহেড মালিক ও শ্রমিকরা জানিয়েছেন, মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলার ধলেশ্বরী ও মেঘনা নদীর বালুমহাল থেকে আগে বালু মজুদ করে ইট-বালুর আড়তে একদিনে একটি বাল্কহেড কম করে হলেও এক ট্রিপ বালু বিক্রি করত। এখন সেই সব ইট-বালুর পাইকারি আড়তে একটি বাল্কহেড থেকে তিনদিন পর এক ট্রিপ বালু নিচ্ছে। এর ফলে শতাধিক বাল্কহেডে কর্মরত দুই হাজারের মতো বালু শ্রমিকের হাতে এখন তেমন কোন কাজ নেই। তবে বেকার বালু শ্রমিকদের প্রতিদিনের খোরাকির টাকা পরিশোধ করতে গিয়ে একেকজন বাল্কহেড মালিক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বাল্কহেড মালিকদের সঙ্গে আলাপ করে আরও জানা যায়, পরিবহন সঙ্কটে ঢাকা, সাভার ও নারায়ণগঞ্জের ইট-বালুর পাইকারি আড়তে ক্রেতা মিলছে না। ক্রেতার অভাবে ঢাকার পোস্তগোলা, নারায়ণগঞ্জের ফতুল্লা ও পাগলা, সাভারের বসিলা ও গাবতলীতে ইট-বালুর বড় পাইকারি আড়তগুলোতে অবিক্রীত অবস্থায় লাখ লাখ ঘনফুট বালু স্তূপাকারে পড়ে আছে। গাজীপুরে আজ সকাল-সন্ধ্যা হরতাল নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ২৭ জানুয়ারি ॥ গাজীপুরে জেলা আমীরসহ জামায়াতের দু’নেতাকে ১০টি পেট্রোল বোমাসহ মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। প্রতিবাদে গাজীপুরে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে গাজীপুর মহানগর ও জেলা জামায়াত। গ্রেফতারকৃতরা হলো গাজীপুর জেলা জামায়াতের আমির আবুল হাসেম খান ও মহানগর জামায়াতের অর্থ সম্পাদক মোঃ নাসরুল্লাহ। পুলিশ সুপার জানান, গাজীপুর শহরের ভুরুলিয়া রেল লাইনের পার্শ্ববর্তী এলাকা হতে গোপন বৈঠক কালে মঙ্গলবার রাত ৭টার দিকে গাজীপুর জেলা জামায়াতের আমির আবুল হাসেম খান ও গাজীপুর মহানগর জামায়াতের অর্থ সম্পাদক মোঃ নাসরুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা এবং নাশকতা সৃষ্টি ও পরিকল্পনার অভিযোগ রয়েছে।
×