ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিজিটাল উদ্ভাবনী মেলা

প্রকাশিত: ০৪:১৫, ২৮ জানুয়ারি ২০১৫

ডিজিটাল উদ্ভাবনী মেলা

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২৭ জানুয়ারি ॥ তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে মঙ্গলবার থেকে শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক একেএম টিপু সুলতান। অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ শাহাদাত হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভা উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কংকন চাকমা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম নাজিম উদ্দিন, জেলা বিএমএ সভাপতি ডাঃ আশফাকুর রহমান মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিজুর রহমান প্রমুখ। বিদায় সংবর্ধনা নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২৭ জানুয়ারি ॥ মেলান্দহ উপজেলার ঝাউগড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের মঙ্গলবার দুপুরে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ। সৈয়দ মাহবুবুল গণি বাবুল ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মৃণাল কান্তি দেব, সাংবাদিক আজিজুর রহমান ডল। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফারুক আহম্মেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ শহীদুর রহমান, অধ্যক্ষ ফজলুল হক চৌধুরী, আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমুখ। ক্রীড়া প্রতিযোগিতা নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, (নেত্রকোনা), ২৭ জানুয়ারি ॥ দুর্গাপুর সরকারী বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন। প্রধান শিক্ষিকা সুরাইয়া গুলশান আরা বেগমের সভাপতিত্বে¡ উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্ল্যাহ হক, মোহন মিয়া, আব্দুর রাজ্জাক প্রমুখ। কোটি টাকার পলিথিন আটক নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২৭ জানুয়ারি ॥ মাগুরা শহরের ভায়না এলাকার এসএ পরিবহনের কাউন্টার থেকে প্রায় ১ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা বিজিবির নায়েক সুবেদার শাহ আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। শাহ আলম জানান, নিষিদ্ধ ঘোষিত পলিথিনের পরিমাণ ১২ বেল, যার মূল্য আনুমানিক প্রায় ১ কোটি টাকা।
×