ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এসএসসি নিয়ে ॥ ৭১ হাজার পরীক্ষার্থীর শঙ্কা

প্রকাশিত: ০৪:১১, ২৮ জানুয়ারি ২০১৫

এসএসসি নিয়ে ॥ ৭১ হাজার পরীক্ষার্থীর শঙ্কা

খোকন আহম্মেদ হীরা, বরিশাল ॥ জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মাধ্যমিকে ভাল ফলাফল করার জন্য দুই বছর হাড়ভাঙ্গা পরিশ্রম করেছি। আর ওই পরিশ্রমের ফল পাওয়ার জন্য এসএসসি পরীক্ষায় অংশ নেব। পরীক্ষার প্রস্তুতি নিয়েছি দিনরাত এক করে। কিন্তু সবকিছুই মনে হয় ভেস্তে যাবে। কারণ সুস্থভাবে পরীক্ষা দিতে পারব কিনা তার নিরাপত্তা কেউই দিতে পারছেন না। ঘর থেকে বেরুলেই এখন সর্বত্র অবরোধের নামে পেট্রোলবোমার আতঙ্ক দেখা দিয়েছে। আদৌ পরীক্ষা দিতে পারব কিনা তাও একরকম সন্দিহান। খালেদা জিয়ার ছোট পুত্রের মৃত্যুর পরও যখন অবরোধ ও হরতাল প্রত্যাহার করা হয়নি, সেখানে পরীক্ষার সময় অবরোধ প্রত্যাহার করা হবে কিনা, তা প্রশ্নবিদ্ধ। আসলে বিএনপি অবরোধের নামে যে নাশকতা করছে তাতে মনে হচ্ছে তারা শিক্ষাকে ধ্বংস করার আন্দোলন করছে। ক্ষোভের সঙ্গে কথাগুলো বলেন বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী লুনা আক্তার। একইভাবে ক্ষোভ আর আবেগে নিজেদের নিরাপত্তা চেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ চাইলেন নগরীর মহাবাজ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী আরেফিন সিদ্দিক। তিনি বলেন, বর্ধিত ওয়ার্ডের বাসিন্দা হওয়ায় প্রায় পাঁচ কিলোমিটার দূরে গিয়ে তাদের এসএসসি পরীক্ষায় অংশ নিতে হবে। আর এটা কোন দিনই হেঁটে যাওয়া সম্ভব নয়। কিন্তু এ অবরোধের মধ্যে পরীক্ষা হলেও গাড়ি চেঁপে যে যাবেন সে সাহসও পাচ্ছে না। তাই পরীক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি করে আতঙ্ক দূর করে যথাসময়ে পরীক্ষা গ্রহণের জন্য সে দাবি করে। গৌরনদী বালিকা মাধ্যমিক বিদ্যালয় এ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী অনন্যা ইসলাম সরকারও অবরোধ সমর্থকদের কাছে দাবি করে বলেন, আমাদের জীবনের নিরাপত্তা দিয়ে যেন পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ করে দেয়া হয়। কেবল লুনা, আরেফিন সিদ্দিক আর অনন্যা ইসলামই নয়, আদৌ পরীক্ষা অনুষ্ঠিত কিংবা পরীক্ষায় অংশ নিতে পারবেন কিনা এমন নানা শঙ্কা বিরাজ করছে বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেবে এমন ৭১ হাজার শিক্ষার্থীর মনে। কেবল শিক্ষার্থীরাই নয়, তাদের নিয়ে অভিভাবকরাও রয়েছে চরম আতঙ্কে। কারণ হরতাল আর অবরোধ বন্ধ না করে এসএসসি পরীক্ষা শুরু হলে তাদের সন্তানেরা সুস্থ পরিবেশে পরীক্ষা দিতে পারবেÑ এমন নিরাপত্তা কেউ দিতে পারছেন না। তৈয়ব আলী মুনসী নামের এক অভিভাবক বলেন, তাঁর মেয়ের এসএসসি পরীক্ষার কেন্দ্র তাঁদের বাড়ি থেকে প্রায় সাত কিলোমিটার দূরে। আর ওই পথ গাড়িতে করেই আসতে হবে। যদি অবরোধকারীরা ওই গাড়িতে অগ্নিসংযোগ করে তাহলে সব স্বপ্ন শেষ হয়ে যাবে। তাই সুষ্ঠু পরিবেশ তৈরি করে পরীক্ষা নেয়া উচিত বলে তিনি মনে করছেন।
×