ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ইফাদ অটোর শেয়ার বিওতে জমা

প্রকাশিত: ০৩:৪৫, ২৮ জানুয়ারি ২০১৫

ইফাদ অটোর শেয়ার বিওতে জমা

অর্থনৈতিক রিপোর্টার ॥ সম্প্রতি আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) প্রক্রিয়া শেষে কোম্পানি ইফাদ আটোসের লটারিতে বরাদ্দপ্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে মঙ্গলবার জমা হয়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে। এখন আর কোম্পানিটির লেনদেন শুরু করতে কোন বাধা নেই। কোম্পানিটি চাইলে যে কোন দিনই লেনদেন শুরু করতে পারবে। এর আগে গত ১৮ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের বৈঠকে এই কোম্পানিকে তালিকাভুক্তির অনুমোদন দেয়া হয়। প্রসঙ্গত, গত বছরের ২৪ ডিসেম্বর ইফাদ অটোস আইপিও লটারির ড্র সম্পন্ন করে। এই কোম্পানির আইপিওতে ৬৩ কোটি টাকার বিপরীতে এক হাজার ২৩ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকার আবেদন জমা পড়েছিল। কোম্পানিটি বাজার থেকে যে পরিমাণ টাকা তুলতে চেয়েছিল তার ১৬ দশমিক ৫ গুণ বেশি আবেদন জমা পড়ে। এরমধ্যে সাধারণ বিনিয়োগকারীরা ৭০২ কোটি ৬৩ লাখ ৬০ হাজার টাকার আবেদন জমা দিয়েছিল। ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের কাছ থেকে ৭৮ কোটি ২৮ লাখ ৬২ হাজার টাকা, প্রবাসী বিনিয়োগকারীদের কাছ থেকে ৫৬ কোটি ৮৯ লাখ ৬৪ হাজার টাকা এবং মিউচুয়াল ফান্ডের কাছ থেকে ১৮৫ কোটি ৫৭ লাখ ৬৪ হাজার টাকার আবেদন জমা পড়েছিল।
×