ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এবার যুক্তরাষ্ট্রে খেলতে চান ক্যাসিয়াস

প্রকাশিত: ০৩:৩৫, ২৮ জানুয়ারি ২০১৫

এবার যুক্তরাষ্ট্রে খেলতে চান ক্যাসিয়াস

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে ১৬তম বছর কাটাচ্ছেন স্পেনের গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। এবারও রিয়ালের নেতৃত্ব দিচ্ছেন ৩৩ বছর বয়সী এ গোলরক্ষক। তবে এবার তিনি সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে অন্য কোথাও পাড়ি জমাতে চান। সেক্ষেত্রে তার ইচ্ছা ক্যারিয়ার শেষ হওয়ার আগে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়া এবং মেজর লীগ সকার (এমএলএস) খেলা। সম্প্রতি বাজে ফর্মের জন্য দারুণ সমালোচিত এ তারকা। আর সে জন্যই এমন ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। গত মৌসুমটাও বাজে কেটেছে ক্যাসিয়াসের। গত বছর বিশ্বকাপেও তেমন ভাল করতে পারেননি। আর স্প্যানিশ লা লিগায় তিনি দ্বিতীয় গোলরক্ষক হিসেবেই গত মৌসুম থেকে খেলছেন। তবে কোপা ডেল’রে আর চ্যাম্পিয়ন্স লীগে তিনি সব ম্যাচই খেলেছেন। কার্লো আনচেলত্তির দলেও যুক্তিতর্কহীনভাবেই এক নম্বর ক্যাসিয়াস। তবে সম্প্রতি তার ফর্ম পড়ে যাওয়া নিয়ে তীব্র সমালোচনা ঘিরে ধরেছে তাকে। তাছাড়া জোর গুঞ্জন শোনা যাচ্ছে ক্যাসিয়াসের ভবিষ্যত শেষ হতে চলেছে। কারণ ম্যানচেস্টার ই্উনাইটেড থেকে ডেভিড ডি গিয়াকে আনার জোরে প্রচেষ্টা চলছে সান্তিয়াগো বার্নাব্যুয়। আর সে কারণেই এখন এমএলএস খেলার জন্য জোরেশোরে যোগাযোগ শুরু করে দিয়েছেন ক্যাসিয়াস। জানিয়েছেন আটলান্টিক পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে ক্যারিয়ারের শেষ অংশটা কাটাতে চান তিনি। ক্যাসিয়াস বলেন, ‘বলতে কোন সমস্যা নেই যে আমি ইউএস গিয়ে খেলতে চাই। আমি রিয়াল ছেড়ে দিতে পারছি না এবং অন্যতম প্রতিদ্বন্দ্বী কোন দলেও যেতে পারছি না। সে কারণে আমাকে নতুন কোন অভিযানে যেতে হবে। হতে পারে ইউরোপের মতো এমন পর্যায়ের কোন ফুটবল আসরে যাওয়া হবে না। কিন্তু এমএলএসের মতো ক্রমোন্নতিতে থাকা এবং একটু ব্যতিক্রমধর্মী লীগে তো যাওয়া যেতেই পারে। আমি আসলে ভিন্নধর্মী ফুটবলের স্বাদ নিতে চাই। দীর্ঘ প্রায় দেড় বছর অনেক কঠিন গেছে। শুধু যারা আমার অনেক কাছের তারাই জানেন কি ধরনের সমস্যায় আমি ছিলাম। এ ধরনের অভিজ্ঞতা মানসিকভাবে যে কাউকে শক্তিশালী করে এবং জীবনে যে বিষয়গুলো সত্যি জরুরী সে সবের ওপর নিজেকে মনোযোগী করে তোলে। আমি বছরের পর বছর ধরে এক মৌসুমে ৪০ থেকে ৫০টি ম্যাচ খেলি। আর এত বেশি চাপ আসলে স্বাভাবিক ফর্মটাকেও নষ্ট করে। সবাইকে বুঝতে হবে আরও অনেকে আছে যারা খেলার যোগ্যতা রাখেন। সে কারণে খেলার সুযোগ পেতে অপেক্ষা ছাড়া আর কিছু করার নেই।’ ক্যাসিয়াস লজ ব্ল্যাঙ্কোসের হয়ে কাটানো অতীতের বছরগুলোর দিকেও নজর দিয়েছেন। তিনি মনে করেন এবার ইউরোপিয়ান শিরোপা ধরে রাখার ক্ষমতা রাখে রিয়াল। ক্যাসিয়াস বলেন, ‘আমরা ১২ বছর কাটিয়ে দিয়েছিলাম চ্যাম্পিয়ন্স লীগ না জিতে। আর সেটা অনেক বড় বোঝা হয়ে গিয়েছিল আমাদের জন্য। যখন আমরা শিরোপা জিতলাম মনে হলো অনেক ভারি হয়ে ওঠা ওজন তুলতে পেরেছি। এরপর দল আরও অগ্রসর হওয়ার মতো প্রেরণা পেয়েছে।
×