ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতের প্রজাতন্ত্র দিবস

বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেয় ॥ পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৭:৪৯, ২৭ জানুয়ারি ২০১৫

 বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেয় ॥ পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ভারত তার স্বাধীনতার পর থেকে অবিশ্বাস্য যে উন্নয়ন অর্জন করেছে, বাংলাদেশ তা শ্রদ্ধা এবং গভীরভাবে পর্যবেক্ষণ করে আসছে। দারিদ্র্যতা দূর করতে ভারতের নতুন নেতৃত্ব যেভাবে কাজ করছে তা প্রশংসনীয়। বাংলাদেশ বিশ্বাস করে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশটি সমৃদ্ধি এবং সকল পর্যায়ের উন্নয়নে সাফল্য অর্জন করবে। ভারতের ৬৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ঢাকায় ভারতীয় হাইকমিশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ওই অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্বকে সর্বোচ্চ পর্যায়ে গুরুত্ব দেয়। কেননা দুই দেশের মধ্যে অনেক কিছুরই মেলবন্ধন রয়েছে। গত ছয় বছরে আমরা এই মেলবন্ধন প্রতিষ্ঠা করেছি। দুই দেশ নিজেদের স্বার্থ উন্নয়নে কার্যক্ষেত্রে কাঠামো উন্নয়নের পাশাপাশি একে অপরকে সহায়তা করছি। মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা স্মরণ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের বন্ধুত্বের ইতিহাস ঐতিহাসিক প্রেক্ষাপটের মাধ্যমে সৃষ্টি হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে ভারত সফরে বলেছিলেন, বাংলাদেশ এবং ভারতের বন্ধুত্ব দুই ভাইয়ের মতো চিরদিন বজায় থাকবে। আমাদের সম্পর্কের গভীরতা দীর্ঘদিনের। তিনি আরও বলেন, দুই দেশ প্রায় সব খাতেই সহযোগিতার ক্ষেত্রে একে অপরের সঙ্গে মেলবন্ধন গড়তে সমর্থ হয়েছে। এখন আমরা সহযোগিতার মাধ্যমে উন্নয়নের জন্য আরও নতুন ক্ষেত্রে প্রবেশ করছি। আশা করছি, এ বছরও আমরা উন্নয়নের স্বার্থে গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত সময় কাটাব।
×