ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্যবসায় উদ্যোগ

প্রকাশিত: ০৬:২৫, ২৭ জানুয়ারি ২০১৫

ব্যবসায় উদ্যোগ

১. মি. করিম তার সাথে আরও ৬ জন ব্যক্তিকে নিয়েি একটি পাবলিক লিমিটেড কোম্পানি গঠনের উদ্যোগ গ্রহণ করেন। তার কোম্পানির শেয়ার মূলধন ২,০০,০০০ টাকা নির্ধারণ করেন। যার প্রতিটি শেয়ারের মূল্য ১০০ টাকা। মি. করিম এককভাবে ১৫% শেয়ার ক্রয় করবেন বলে ঘোষণা দেন। তার শেয়ারের সংখ্যা কত? র. ১৫,০০০টি রর. ৩০,০০০টি ররর. ৩,০০০টি নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও ররর ২. নট্রামস কোন মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত? ক) শিক্ষা মন্ত্রণালয় খ) সংস্কৃতি মন্ত্রণালয় গ) প্রযুক্তি মন্ত্রণালয় ঘ) ধর্ম মন্ত্রণালয় ৩. বাংলাদেশে কোন কপিরাইট আইনটি প্রচলিত আছে? ক) ২০০০ খ) ২০০১ গ) ২০০২ ঘ) ২০০৩ ৪. ভারতীয় উপমহাদেশে প্রথম কোম্পানি আইন পাস হয়? ক) ১৭৫০ সালে খ) ১৯৫০ সালে গ) ১৮৫০ সালে ঘ) ১৮৪৪ সালে ৫. বস্ত্র শিল্প কোন শিল্পের অন্তর্ভূক্ত? ক) উৎপাদন খ) সেবা গ) নির্মাণ ঘ) নিষ্কাশন ৬. কে যৌথ মূলধনী কোম্পানি পরিচালনা করে? ক) সরকার খ) দেনাদারগণ গ) পরিচালকগণ ঘ) পাওনাদারগণ ৭. কোনটির মধ্যে ব্যবসায়ের সাফল্য নিহিত? ক) অধিক উৎপাদন খ) সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা গ) ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ ঘ) শ্রমিকদের কাজে লাগানো ৮. ভূপ্রকৃতি, জলবায়ূ, নদনদী, পাহাড়, বনভূমি, জাতি,ধর্ম, শিক্ষা ইত্যাদি পরিবেশের কোন ধরণের উপাদান? ক) আবশ্যিক খ) অপরিহার্য গ) পারিপার্শ্বিক ঘ) প্রয়োজনীয় ৯. ম্যাক্রোস্ক্রিনিংয়ের প্রভাবক কয়টি? ক) ৫টি খ) ৬টি গ) ৭টি ঘ) ৮টি ১০. বুদ্ধিবৃত্তিক সম্পদকে বিবেচনা করা হয়- র. ব্যবসায় উদ্যোগের গবেষণার ফসল হিসেবে রর. ব্যবসায়ের অতি মূল্যবান সম্পদ হিসেবে ররর. মালিকের সম্পত্তি হিসেবে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১১. সকলেই অন্য ধর্ম থেকে নিজ ধর্মকে প্রাধান্য দিতে পছন্দ করে। এক্ষেত্রে ব্যবসায় পরিবেশের কোন উপাদানের প্রভাব পরলক্ষিত হয়? ক) রাজনৈতিক খ) সামাজিক গ) অর্থনৈতিক ঘ) আইনগত ১২. আপাতদৃষ্টিতে অংশীদার হলো- র. মূলধন বিনিয়োগ করে না রর. অবসর গ্রহণের পর মূলধন উত্তোলন করে না ররর. মূলধনকে ঋণ হিসেবে জমা রাখে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৩. আত্মকর্মসংস্থানে প্রবেশের বয়স কত? ক) ১৬ খ) ১৮ গ) ২১ ঘ) যেকোন বয়স ১৪. নিচের কোনটি ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য? ক) পণ্য ও সেবা খ) উদ্যোগ গ) চিন্তা-ভাবনা ঘ) ঋণ ১৫. আর্থসামাজিক উন্নয়নে প্রয়োজন রয়েছে- র. অর্থনৈতিক স্থিতিশীলতার রর. রাজনৈতিক স্থিতিশীলতার ররর. সামাজিক স্থিতিশীলতার নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১৬. কোন কোম্পানির বিবরণ পত্র প্রচারের মাধ্যমে জনসাধারণকে শেয়ার ক্রয়ের জন্যে আহবান জানাতে পারে? ক) অংশীদারি ব্যবসায় খ) পাবলিক লিমিটেড গ) প্রাইভেট লিমিটেড ঘ) একমালিকানা ব্যবসায় ১৭. অংশীদারদের মধ্যে ভবিষ্যতে ভুল বোঝাবুঝি,মনোমালিন্য,বিরোধ এবং মামলা এড়ানোর জন্য চুক্তি হওয়া উচিত- র. অলিখিত রর. লিখিত ররর. নিবন্ধিত নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও রর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
×