ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:২৩, ২৭ জানুয়ারি ২০১৫

অষ্টম শ্রেণির পড়াশোনা

সুধীর বরন মাঝি, শিক্ষক ডক্টর মালিকা কলেজ ,৭/এ, ধানমন্ডি, ঢাকা। ..................................................... (পূর্ব প্রকাশের পর) ১৫। এইচ আইভি বিস্তারের ক্ষতির প্রভাব রয়েছে- (র) পারিবারিক (র র) সামাজিক (র র র) অর্থনৈতিক নিচের কোনটি সঠিক (ক) র ও ররর (খ) র র ও র রর (গ) রও রর (ঘ) র,রর ও ররর । ১৬। প্রজননতন্ত্রেও বিভিন্ন রোগ হলো - (র) সংক্রামক (র র) যৌনরোগ (র র র) যক্ষা নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর । নিচের উদ্দীপকটি পড় এবং ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও হাসি অল্প বয়সে বিয়ে কওে মা হয়েছে। ফলে তার নানা রকম সমস্যা দেখা দিয়েছে। তর সদ্যজাত শিশুটির জীবন ও ঝুঁকি পূর্ন হয়ে পড়েছে ১৭। হাসি কম বয়সে বিয়ে করায় কি সমস্যা দেখা দিয়েছে ? (ক) মস্তিস্ক বিকৃতি (খ) ¯œায়ুবিক সমস্যা (গ) শারীরিক সমস্যা (ঘ) বিকলাঙ্গতা ১৮। অল্পবয়সে গর্ভধারনের পরিনতি - (র) মানসিক ও শারীরিক জটিলতায় ভোগে (র র) পরিবার ও সমাজ ক্ষতিগ্রস্থ হয় (র র র) শিশুর জীবন ঝুঁকিপূর্ন নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর । তিন্নির বেশ কয়েক দিন হলো বিয়ে হয়েছে। হঠাৎ তার শরীরের বিশেষ পরিবর্তন দেখাদিল। সন্তান গর্ভে এলেই শুধু এই বিশেয় পরিবর্তন ঘটে উপরের তথ্য থেকে ২০ এবং ২১ নং প্রশ্নের উত্তর দাও ১৯। তিন্নির শরীরের বিশেষ পরিবর্তন দেখা দিয়েছে তা কী ? (ক) মানসিক (খ) গর্ভধারণ (গ) ঋতু¯্রাব (ঘ) শারীরিক পরিবর্তন ২০। তিন্নির শরীরের বিশেষ পরিবর্তনের অস্বস্তিকর লক্ষন হলো - (র) মাসিক বন্ধ হওয়া (র র) ভমি বামিভাব (র র র) মাথা ঘোরা নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) র,রর ও ররর (ঘ) রর ও ররর । উত্তর ঃ ১। (ক) ২। (খ) ৩। (ঘ) ৪। (গ) ৫। (ঘ) ৬। (ক) ৭। (খ) ৮। (গ) ৯। (ক)১০ (গ) ১১ (গ) ১২ (ঘ) ১৩ (ঘ) ১৪ (ঘ) ১৫ (ঘ) ১৬ (ক) ১৭ (গ) ১৮ (ঘ) ১৯ (খ) ২০ (গ)
×