ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশ্রাম শেষে অনুশীলনে মাশরাফিরা

প্রকাশিত: ০৫:৪৯, ২৭ জানুয়ারি ২০১৫

বিশ্রাম শেষে অনুশীলনে মাশরাফিরা

স্পোর্টস রিপোর্টার ॥ রবিবার রাতে ব্রিসবেনে পৌঁছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপ মিশনে গত শনিবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হয়েছিল দল। সোমবার অনুশীলনের কথা থাকলেও দীর্ঘ ভ্রমণ ক্লান্তি কাটাতে তাই ক্রিকেটাররা এদিন পেয়েছেন বিশ্রাম। তবে আজ থেকেই মাঠে নেমে পড়বেন মাশরাফি বিন মর্তুজারা। আগে থেকেই অস্ট্রেলিয়া অবস্থান করা সাকিব আল হাসান ইতোমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন। তবে হেয়ার স্টাইল পাল্টে ফেলা বিশ্বসেরা সাকিবকে নতুন চেহারায় দেখবে বিশ্বকাপে বিশ্ব। প্রথম দিন থেকেই অনুশীলনে যোগ হবেন তিনি। এছাড়া বুধবার থেকে চিকিৎসার জন্য আপাতত মেলবোর্নে থাকা ওপেনার তামিম ইকবালও দলের অনুশীলনে যোগ দেবেন বলে জানা গেছে বিসিবি সূত্রে। অস্ট্রেলিয়ার জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট আসর বিগব্যাশ টি২০ লীগে খেলতে সবার আগেই চলে গিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিগব্যাশ লীগে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলা শেষ করে অপেক্ষা করছিলেন দেশ থেকে জাতীয় দলের ক্রিকেটাররা পৌঁছানোর। আর এর মধ্যে তিনি নতুন চেহারায় আবির্ভূত হয়েছেন। ২০০৭ ও ২০১১ বিশ্বকাপে তেমন সুবিধা করতে না পারলেও এবার অন্য চেহারায় বিশ্বকাপ মঞ্চে নেমে মাঠ কাঁপাতে চান এ অলরাউন্ডার। সে কারণেই হয়ত সম্পূর্ণ নতুন হেয়ার স্টাইল করেছেন তিনি। আর দলও পৌঁছার পর সাকিবের নতুন চেহারা দেখে আঁতকেই উঠেছে হয়ত। শনিবার রাতে দেশ ত্যাগ করা মাশরাফিবাহিনী রবিবার রাতে ব্রিসবেন পৌঁছে। সোমবার সকালেই দলের সঙ্গে যোগ দেন সাকিব। ভ্রমণক্লান্তি কাটাতে সোমবার দিনটা বিশ্রাম দেয়া হয় ক্রিকেটারদের। তবে অস্ট্রেলিয়ার মাটিতে অনুশীলনে নেমে পড়বেন টাইগাররা আজ থেকেই। প্রথম দিন হবে হালকা ওয়ার্ম-আপ এবং স্ট্রেন্থ ও কন্ডিশনিং। আর বুধবার শুরু হবে ব্যাট-বলের অনুশীলন। তবে এবারও এ অনুশীলনের প্রথম থেকে থাকতে পারছেন না নির্ভরযোগ্য ওপেনার তামিম। তিনি রবিবার রাতে একাকী অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হয়েছিলেন। মেলবোর্নে তিনি ডাক্তার ডেভিড ইয়াংয়ের সঙ্গে সাক্ষাত করে ডোজের শেষ ইনজেকশনটা নেবেন। বুধবারই দলের সঙ্গে তিনি যোগ দেবেন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগ। তামিম একই কারণে দেশের মাটিতেও দলের সঙ্গে পুরোটা সময় অনুশীলন করতে পারেননি। মাত্র দুু’দিন ব্যাট হাতে নেমে হালকা নকিং করেছেন মাত্র। তবে ইয়াংয়ের পরামর্শ অনুসারে বুধবারে তিনি সেভাবেই অনুশীলন করবেন। আগামী ১৮ ফেব্রুয়ারি ক্যানবেরায় সহযোগী সদস্য দেশ আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে মাশরাফিদের। এর আগে অফিসিয়ার দুটি প্রস্তুতি ম্যাচে ৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও ১২ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ দল।
×