ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নতুন সৌদি বাদশাহকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত: ০৫:২৫, ২৭ জানুয়ারি ২০১৫

নতুন সৌদি বাদশাহকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলানিউজ ॥ সৌদি আরবের নতুন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার প্রেরিত এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘হে দুই পবিত্র মসজিদের অভিভাবক, সৌদি আরবের সিংহাসনে আরোহণ করায় বাংলাদেশের জনগণ এবং ব্যক্তিগতভাবে আপনাকে অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি নিশ্চিত আপনার প্রজ্ঞা এবং রাষ্ট্রনায়কত্ব সৌদি আরবের ভ্রাতৃপ্রতিম জনগণ উত্তরোত্তর কল্যাণে এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য ও সমৃদ্ধি লাভে সহায়ক হবে। নতুন বাদশাহর আমলে দুই দেশের সম্পর্ক আরও ভাল হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, দশকের পর দশক ধরে বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান, যা সময়ের দ্বারা প্রমাণিত। সৌদি আরবের সঙ্গে ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে সবসময়ই গুরুত্ব দিয়ে আসছে বাংলাদেশ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, আপনার সক্ষম নেতৃত্ব ও প্রজ্ঞার প্রভাবে দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক সামনের দিনগুলোতে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় উন্নীত হবে।’ সর্বশেষে সৌদি বাদশাহর সুস্বাস্থ্য কামনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনার পাশাপাশি আমি সৌদি আরবের ভ্রাতৃপ্রতিম জনগণের অব্যাহত শান্তি, উন্নতি ও সমৃদ্ধি কামনা করছি।’
×