ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে নাছির বাহিনীর দু’গ্রুপের গোলাগুলি, সন্ত্রাসী নিহত

প্রকাশিত: ০৫:০৯, ২৭ জানুয়ারি ২০১৫

লক্ষ্মীপুরে নাছির বাহিনীর দু’গ্রুপের গোলাগুলি, সন্ত্রাসী নিহত

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২৬ জানুয়ারি ॥ লক্ষ্মীপুরে সন্ত্রাসী বাহিনীর দু’গ্রুপের গোলাগুলিতে বাহার উদ্দিন (৩০) নামে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। চাঁদার টাকা ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটে। গোলাগুলিতে মোঃ সুমনসহ আরও ৫ জন গুলিবিদ্ধ অবস্থায় নিখোঁজ রয়েছে। সোমবার ভোরে লক্ষ্মীপুর সদর উপজেলার নবগঠিত চন্দ্রগঞ্জ থানার দেওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দুপুরে স্থানীয় কৃষিমাঠ থেকে নিহত বাহারের লাশ উদ্ধাররে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ৪টি শটগানের ব্যবহৃত গুলির খোসা ও অব্যবহৃত ২টি গুলি উদ্ধার করেছে। নিহত বাহার স্থানীয় সন্ত্রাসী নাছির বাহিনীর সহযোগী ও একাধিক মামলার আসামি। সে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জের দেওপাড়া গ্রামের আবুল হাসিমের ছেলে। গুলিবিদ্ধ আহত নিখোঁজ সুমনসহ অন্যরা একই সন্ত্রাসী গ্রুপের সদস্য বলে পুলিশ জানায়। পুলিশের ধারণা ডাকাতির টাকা ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে দু’গ্রুপের গোলাগুলিতে বাহার উদ্দিন গুলিবিদ্ধ হয়ে নিহত। তাদের বিরুদ্ধে চুরি-ডাকাতিসহ থানায় একাধিক মামলা রয়েছে।
×