ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মানিকছড়িতে দু’পক্ষের গুলি বিনিময় ॥ ইউপিডিএফ কর্মী নিহত

প্রকাশিত: ০৫:০৯, ২৭ জানুয়ারি ২০১৫

মানিকছড়িতে দু’পক্ষের গুলি বিনিময় ॥ ইউপিডিএফ কর্মী নিহত

পার্বত্যাঞ্চল প্রতিনিধি,খাগড়াছড়ি ॥ জেলার মানিকছড়ি উপজেলার দুর্গম লাপাইদং পাড়ায় বিবদমান দুইপক্ষের গোলাগুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ) কর্মী নিহত হয়েছে। ওই ঘটনায় অন্তত ১জন আহত হয়েছে। খবরটি পুলিশ ও ইউপিডিএফ এর পক্ষ হতে নিশ্চিত করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি ও ইউপিডিএফ এর সশস্ত্র কর্মীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ইউপিডিএফ কর্মী খুন হন। ইউপিডিএফ জানিয়েছে, নিহত কর্মীর নাম উচিমং মারমা ওরফে বাবু (১৯)। মানিকছড়ি থানার ওসি সফিকুল ইসলাম জানিয়েছেন, সেনাবাহিনী ও পুলিশ তল্লাশি চালিয়ে একটি মৃতদেহ উদ্ধার করেছে। তবে তার পরিচয় জানা যায়নি। ইউপিডিএফ এর মিডিয়া শাখার দায়িত্বপ্রাপ্ত নিরন চাকমা অভিযোগ করেছেন, বোরকাপার্টি নামক একটি সংগঠনের সন্ত্রাসীরা বাড়িতে ঢুকে উপর্যুপরি গুলি চালিয়ে তাকে হত্যা করেছে।
×