ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জলদস্যু প্রধানের গ্রেফতার দাবি

প্রকাশিত: ০৪:৪৫, ২৭ জানুয়ারি ২০১৫

জলদস্যু প্রধানের গ্রেফতার দাবি

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৬ জানুয়ারি ॥ ভোলার ইলিশা রাজাপুর এলাকার মেঘনা নদীর আতঙ্ক কুখ্যাত জলদস্যু ও ভূমিদস্যু আলতু বাহিনীর প্রধান আলতু সরদারকে গ্রেফতারের দাবিতে সাধারণ জেলে মৎস্যজীবীরা সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মানববন্ধন করেছে। ভোলা নতুন বাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থানীয় জেলে ও বঙ্গেরচরের জমির মালিক সমিতির আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঢাকা-চট্টগ্রাম নৌপথের কার্গো থেকে চাঁদাবাজি করে আসছে। তাকে ইলিশসহ জেলেদের শিকার করা মাছের শতকরা পাঁচ টাকা এবং চিংড়ি রেণুু প্রতি এক টাকা চাঁদা দিতে হচ্ছে। রক্তাক্ত সলঙ্গা বিদ্রোহ দিবস আজ স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ ২৭ জানুয়ারি ঐতিহাসিক সলঙ্গা বিদ্রোহ দিবস। ১৯২২ খ্রিস্টাব্দের এই দিনে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার প্রসিদ্ধ বন্দর সলঙ্গা হাটে তরুণ নেতা মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশের নেতৃত্বে বিলেতী দ্রব্য বর্জনের আন্দোলন ভ-ুল করতে ব্রিটিশ পুলিশ তাঁকে গ্রেফতার করে। প্রতিবাদে এলাকাবাসী লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা চালালে পুলিশ বাহিনী নির্বিচারে গুলি চালায়। এতে প্রায় সাড়ে ৪ হাজার লোক হতাহত হয়। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচী গ্রহণ করেছে।
×