ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিলেট পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষের বাসায় হামলা

প্রকাশিত: ০৪:৩৮, ২৭ জানুয়ারি ২০১৫

সিলেট পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষের বাসায় হামলা

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সরস্বতী পুজোর চাঁদা দাবিকে কেন্দ্র করে রবিবার রাত সাড়ে ১১টায় সিলেট পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষের বাসায় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। চাহিদা মাফিক চাঁদা না পেয়ে কিছু শিক্ষার্থী এ হামলা চালায়। তারা অধ্যক্ষের বাসায় ২টি গাড়ি ও আসবাবপত্র ভাঙচুর এবং বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে। হামলাকারীরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। জানা যায়, সরস্বতী পূজা উদযাপনের জন্য পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ২০ হাজার টাকা বরাদ্দ দেন অধ্যক্ষ সুশান্ত কুমার বসু। রবিবার রাত সাড়ে ১১টার দিকে ইনস্টিটিউটের শিক্ষার্থী ছাত্রলীগের কয়েজন নেতাকর্মী অধ্যক্ষের বাসায় গিয়ে পুজোর জন্য অতিরিক্ত আরও টাকা দাবি করে। অধ্যক্ষ টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তারা বাসার গ্যারেজে রাখা দুইটি মাইক্রোবাস এবং বাসার ভেতরের আসবাবপত্রও ভাঙচুর করে। এ ঘটনায় অধ্যক্ষ সুশান্ত কুমার বসু কলেজের সাবেক শিক্ষার্থী রাসেল, আকীব, অপু ও রাজীবসহ কয়েকজনকে আসামি করে থানায় এজাহার দায়ের করেছেন। বাউবির এইচএসসি প্রোগ্রামের রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ২৬ জানুয়ারি ॥ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি প্রোগ্রামের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের ২য় বর্ষে রেজিস্ট্রেশনের মেয়াদ ২৯ জানুয়ারি পর্যন্ত বিলম্ব ফিসহ বৃদ্ধি করা হয়েছে। বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের যুগ্ম পরিচালক মোঃ আবুল কাসেম শিকদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানিয়েছেন।
×