ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ইন্টারনেট বিশ্বে শীর্ষে চীন

প্রকাশিত: ০৪:৩৫, ২৭ জানুয়ারি ২০১৫

ইন্টারনেট বিশ্বে শীর্ষে চীন

সার্বিক জনসংখ্যার নিরিখে যেমন তেমনই ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যার বিচারেও বিশ্বের প্রথম দেশ হতে চলেছে চীন। ২০১৪ সালের শেষেই চীনের মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৬ কোটি ৪৮ লাখ। দেশটির নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের জিন জিয়ান বলেছেন, চীনের বর্তমান মোট জিডিপির সাত শতাংশই ইন্টারনেট পরিষেবা বাবদ আয়। গত চার মাসে তা ৩ দশমিক ৩ শতাংশ বেড়েছে। আর সেদেশের বেশিরভাগই বর্তমানে স্মার্টফোনের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে।- ওয়েবসাইট খেলনা নয় জীবন্ত পশুই চাই সংযুক্ত আরব আমিরাতের শিশুদের কাপড়-তুলায় তৈরি খেলনার বাঘ-সিংহে আর মন ভরছে না। এখন তারা সত্যিকারের জীবজন্তু চাইছে। বহু বাড়িতে পোষা প্রাণী হিসেবে ছোট গিরগিটি, সাপ থেকে শুরু করে কুমির, অজগর এমনকি সিংহ পর্যন্ত রাখা হচ্ছে। বন্য পশু সংরক্ষণের সঙ্গে সম্পৃক্তরা এই প্রবণতায় উদ্বেগ প্রকাশ করেছেন। তবে শারজার গবর্নর গত নবেম্বর মাসে বন্যপ্রাণী ঘরে রাখা নিষিদ্ধ করে তা একমাসের মধ্যে কর্তৃপক্ষের কাছে ফেরত দেয়ার নির্দেশ দেয়। -বিবিসি
×