ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গ্রুপ থিয়েটার ফেডারেশনের ৮ দিনব্যাপী পথনাট্য উৎসব

প্রকাশিত: ০৪:১৭, ২৭ জানুয়ারি ২০১৫

গ্রুপ থিয়েটার ফেডারেশনের ৮ দিনব্যাপী পথনাট্য  উৎসব

স্টাফ রিপোর্টার ॥ ভাষা শহীদের মাস উপলক্ষে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের উদ্যোগে ৮ দিনব্যাপী পথনাট্য উৎসবের আয়োজন করা হচ্ছে। আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হয়ে উৎসব চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী ৩১ জানুয়ারি শনিবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে এই উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আইটিআই সভাপতি রামেন্দু মজুমদার, চিত্রশিল্পী সাহাবুদ্দিন আহমেদ, নাট্যজন আতাউর রহমান, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি ম-লীর সদস্য ঝুনা চৌধুরী, সেক্রেটারি জেনারেল মো: আকতারুজ্জামান, বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হিরা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী। উৎসব প্রসঙ্গে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান গতকাল সোমবার জনকণ্ঠকে বলেন, এবারের ৮ দিনব্যাপী উৎসবে ঢাকা এবং ঢাকার বাইরের ৪০টি নাট্যদল নাটক মঞ্চায়ন করবে। এ সংখ্যা বাড়তেও পারে। প্রতিদিন বিকাল থেকে নাটক মঞ্চায়ন শুরু হবে। প্রতিদিন অন্তত ৫টি করে নাটক মঞ্চায়ন হবে। তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামের প্রতীক এবং ভাষা আন্দোলনের স্মৃতিস্বরূপ কেন্দ্রীয় শহীদ মিনারকে আমরা সম্মান জানাই। এখানে গিয়ে আমরা আমাদের ভাষার জন্য যাঁরা প্রাণ দিয়েছেন, আমাদের স্বাধীনতা সংগ্রামে যাঁরা আত্মত্যাগ করেছেন তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করি। অথচ এই পবিত্র স্থানটির মর্যাদা আমরা ধরে রাখতে পারি না। বছরজুড়ে রাতের আঁধারে এখানে চলে নানা অপকর্ম। এখানে কোন আলোর ব্যবস্থা না থাকায় বছরের প্রায় সব সময়ই এখানে নেশাখোর এবং বখাটেদের আড্ডা লেগেই থাকে। সন্ধ্যার পর সাধারণ মানুষ এখানে নিরাপদ বোধ করেন না। এমনকি সচেতনতার অভাবে অনেকেই এই স্থানটিকে নোংরা করে স্থানটির মর্যাদা করেন না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে বছরে শুধু একটিদিন ছাড়া কেন্দ্রীয় শহীদ মিনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্যোগ চোখে পড়ে না। এর প্রতিবাদে উৎসবের প্রথমদিন সকালে আমরা নাট্যকর্মীরা শহীদ মিনার পরিষ্কারের উদ্যোগ নিয়েছি। যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সাধারণ মানুষ বিষয়টি অনুধাবন করে এ জায়গাটির যথাযথ সম্মান দেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা করে।
×