ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২২ বিলিয়ন ডলার

প্রকাশিত: ০৪:১১, ২৭ জানুয়ারি ২০১৫

ভারতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২২ বিলিয়ন ডলার

অর্থনৈতিক রিপোর্টার ॥ ভারতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২২ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছে। গত এক সপ্তাহে ২ দশমিক ৭ বিলিয়ন ডলার রিজার্ভ যোগ হওয়ায় ৩ বছর আগের রেকর্ড ভেঙেছে। শুক্রবার ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া বৈদেশিক মুদ্রার রিজার্ভের এই তথ্য প্রকাশ করে। এর আগের রেকর্ডটি হয়েছিল ২০১১ সালের সেপ্টেম্বরে। ওই সময় দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছিল প্রায় ৩২১ বিলিয়ন ডলার। ডলারের বিপুল সরবরাহের কারণে রুপীর বিপরীতে এর বিনিময় মূল্য কমছে। শুক্রবার ১ ডলারের বিপরীতে ৬১ দশমিক ৪৪ রুপী পাওয়া গেছে। বর্তমান রিজার্ভ দিয়ে দেশটির প্রায় সাড়ে ৮ মাসের প্রয়োজনীয় আমদানি ব্যয় মেটানো যাবে।
×