ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিএসসির জন্য নতুন ৬ জাহাজ কিনছে সরকার

প্রকাশিত: ০৪:১১, ২৭ জানুয়ারি ২০১৫

বিএসসির জন্য নতুন ৬ জাহাজ কিনছে সরকার

অর্থনৈতিক রিপোর্টার ॥ চীনের আর্থিক সহায়তায় বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জন্য ছয়টি নতুন জাহাজ কিনবে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ১৮ কোটি ৪৫ লাখ ডলার। সোমবার সচিবালয়ে ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠকে জাহাজ ক্রয়ের বিষয়টি নীতিগতভাবে অনুমোদন দেয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন। সরাসরি ক্রয় পদ্ধতিতে ছয়টি নতুন জাহাজ ক্রয়ের বিষয়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছে, ছয়টি জাহাজের মধ্যে তিনটি প্রোডাক্ট অয়েল ট্যাঙ্কার ও তিনটি বাল্ক ক্যারিয়ার। এতে মোট ব্যয় হবে ১৮ কোটি ৪৫ লাখ ডলার। চীনা সরকারী প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট এ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন’ (সিএমসি) এ জাহাজ সরবরাহ করবে।
×