ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইস্টার্ণ লুব্রিকেন্টসের আয় কমেছে

প্রকাশিত: ০৪:০৯, ২৭ জানুয়ারি ২০১৫

ইস্টার্ণ লুব্রিকেন্টসের  আয় কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিদু্যুৎ-জ্বালানি খাতের কোম্পানি ইস্টার্ণ লুব্রিকেন্টসের শেয়ার প্রতি আয় বা ইপিএস কমেছে প্রায় ৪৮ শতাংশ। কোম্পানিটি অর্ধবার্ষিকী (জুলাই, ১৪ -ডিসেম্বর,১৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলে এই তথ্য পাওয়া যায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আলোচিত প্রান্তিকে কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ১৫ লাখ ৫০ হাজার টাকা। আর শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৫৬ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ২৯ লাখ ৯০ হাজার টাকা। আর ইপিএস ছিল ৩ টাকা ১ পয়সা। উল্লেখ্য, গত ৩ মাসে (অক্টোবর –ডিসেম্বর, ১৪) কোম্পানির মুনাফা হয়েছে ১০ লাখ ৪০ হাজার টাকা। আর শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৪ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ১৬ লাখ ৯০ হাজার টাকা। আর ইপিএস ছিল ১ টাকা ৭০ পয়সা।
×