ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হা-ওয়েল টেক্সটাইল ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত

প্রকাশিত: ০৪:০৯, ২৭ জানুয়ারি ২০১৫

হা-ওয়েল টেক্সটাইল ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত

অর্থনৈতিক রিপোর্টার ॥ বস্ত্র খাতের কোম্পানি হা-ওয়েল টেক্সটাইল বিডি ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। আজ মঙ্গলবার থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন শুরু হবে পুঁজিবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটি ৩০ জুন সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আর এ লভ্যাংশ দিয়ে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। উল্লেখ্য, গত ১২ জানুয়ারি হা-ওয়েল টেক্সটাইল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশের টাকা পাঠিয়েছে। এদিকে ক্যাটাগরি পরিবর্তনের ঘোষণার দিনে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ২ দশমিক ৩০ টাকা। দিনটিতে কোম্পানিটির প্রারম্ভিক দর ছিল ৩৬ টাকা। দিনশেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দর দাঁড়ায় ৩৭ দশমিক ৭০ টাকা, যা সমন্বয় শেষে দাঁড়ায় ৩৬ দশমিক ৪০ টাকা। সারাদিনে কোম্পানিটির মোট ৭৪ হাজার ৯২টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য দাঁড়ায় ২৬ লাখ ৮০ হাজার টাকা। সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানিটির প্রথম প্রান্তিকের মুনাফার পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ৯৩ লাখ ৬০ হাজার টাকা। অর্থাৎ শেয়ারপ্রতি মুনাফার পরিমাণ দাঁড়ায় দশমিক ৮৮ টাকা। আগের বছরে একই সময়ে কোম্পানিটির মুনাফার পরিমাণ ছিল ৫ কোটি ৩০ লাখ টাকা। অর্থাৎ শেয়ারপ্রতি মুনাফার পরিমাণ ছিল ১ দশমিক ৪৪ টাকা।
×