ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ওয়ার্ল্ড হকি লীগ

প্রকাশিত: ০৫:৪০, ২৬ জানুয়ারি ২০১৫

ওয়ার্ল্ড হকি লীগ

স্পোর্টস রিপোর্টার ॥ স্বপ্ন ছিল সেমিতে খেলার এবং তৃতীয় পর্বে যাওয়ার, কিন্তু প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির সমন্বয়ের মধ্যে অনেক পার্থক্য রচনা করে সিঙ্গাপুরে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড হকি লীগ’ মিশন শেষ করল বাংলাদেশ জাতীয় হকি দল। রবিবার ষষ্ঠ হয়ে দ্বিতীয় রাউন্ডের অভিযান শেষ করেছে তারা। স্থান নির্ধারণী ম্যাচে ইউক্রেনের কাছে ৩-১ গোলে হেরে ষষ্ঠ স্থান অধিকার করল কৃষ্ণ কুমার বাহিনী। ম্যাচের ৪ মিনিটে দিয়াচাক সার্জির ফিল্ড গোলে এগিয়ে যায় ইউক্রেন (১-০)। ২২ মিনিটে পেনাল্টি স্ট্রোকে ব্যবধান দ্বিগুণ করেন ওজারস্কি আরতেম (২-০)। ৩৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের পক্ষে ব্যবধান কমান অধিনায়ক কৃষ্ণ কুমার (১-২)। ৫৫ মিনিটে ইউক্রেনের পাজিউক ভিয়াচেসলাভ গোল করে বাংলাদেশের পরাজয়ের কফিনে শেষ পেরেক ঠুকে দেন (১-৩)। উল্লেখ্য, ওয়ার্ল্ড হকি লীগের প্রথম রাউন্ডের খেলায় চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিক বাংলাদেশ। তবে, এ আসরে কখনই দ্বিতীয় পর্বের গ-ি পেরোতে পারেনি লাল-সবুজরা। সিঙ্গাপুরে চলমান দ্বিতীয় রাউন্ডের খেলায় শক্তিশালী জাপানের কাছে ৫-১ গোলের হার দিয়ে মিশন শুরু করে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে মেক্সিকোকে ৬-১ গোলে হারিয়ে দেয় তারা। তৃতীয় ম্যাচে পোল্যান্ডের কাছে ৫-০ গোলে হারে। কোয়ার্টার ফাইনালে ওমানের কাছে টাইব্রেকারে ৩-৩ (২-০) গোলে হেরে যায়। স্থান নির্ধারণী ম্যাচের প্রথমটিতে স্বাগতিক সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়ে ষষ্ঠ স্থান নিশ্চিত করে বাংলাদেশ। কিন্তু ইউক্রেনের বিপক্ষে হেরে যায়।
×