ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মিলারের সেঞ্চুরি, দ. আফ্রিকা ২৬২/৮

প্রকাশিত: ০৫:৩৯, ২৬ জানুয়ারি ২০১৫

মিলারের সেঞ্চুরি, দ. আফ্রিকা ২৬২/৮

স্পোর্টস রিপোর্টার ॥ ডেভিড মিলারের দুরন্ত সেঞ্চুরির সৌজন্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ ওয়ানেেত ৮ উইকেটে ২৬২ রান সংগ্রহ করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ক্যারিবীয় পেসারদের তোপের মুখে এক পর্যায়ে ৭৬ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা প্রোটিয়াদের ফাইটিং স্কোরের রূপকার মিলারই। পাঁচ নম্বরে নেমে ১৩০ রাানে অপরাজিত থাকেন ২৫ বছর বয়সী নাটাল হিরো। ৬২তম ওয়ানডেতে এটি তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ১৩৩ বলের দৃষ্টিনন্দন ইনিংসটি ১১ চার ও ৩ ছক্কায় সাজানো। স্বাগতিকদের আড়াই শতাধিক রানের অর্ধেকই মিলারের অবদান! দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ জেপি ডুমিনির। ওপেনার মরনে ভ্যানউক ১৮, অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স ১৯ ও ফারহান বিহারদিয়ান ১২ রান করে সাজঘরে ফেরেন। উইন্ডিজের হয়ে অধিনায়ক জেসন হোল্ডার ৫৩ রানে ৪টি ও শেলডন কটরেল নেন ২টি করে উইকেট। প্রথম তিন ম্যাচে টানা জয়ে আগেই পাঁচ ওয়ানডের সিরিজ নিশ্চিত করে দুর্বার দ. আফ্রিকা।
×