ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পিকেটারদের ধাওয়া খেয়ে ট্রাক খাদে ॥ চালসহ ১০ চামড়া গুদাম ভস্মীভূত

প্রকাশিত: ০৫:২৪, ২৬ জানুয়ারি ২০১৫

 পিকেটারদের ধাওয়া খেয়ে ট্রাক খাদে ॥  চালসহ ১০ চামড়া  গুদাম ভস্মীভূত

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে পুঠিয়া উপজেলার বেলপুকুরে পিকেটারদের ধাওয়া খেয়ে চালভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চামড়ার গুদামঘর ভেঙ্গে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকটিতে আগুন ধরে গেলে চালসহ ট্রাক ও ১০টি চামড়া গুদাম পুড়ে যায়। এ ঘটনায় শিমুল (১৮) নামের ট্রাকের সহকারী আহত হয়েছেন। শনিবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ট্রাকটি পুঠিয়ার বেলপুকুর রেলগেট এলাকায় পৌঁছলে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি চামড়ার গুদামের মধ্যে ঢুকে যায়। গুদামগুলো ভেদ করে ট্রাকটি খাদে উল্টে আগুন ধরে যায়। এ সময় চালভর্তি ট্রাকসহ ১০টি চামড়ার গুদামও ভস্মীভূত হয়। ট্রাকটি চাল নিয়ে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার রহনপুর এলাকা থেকে চারঘাটের সারদায় যাচ্ছিল। পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হাফিজুর রহমান জানান, পিকেটারদের ধাওয়ায় ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীদের সংবাদ দেয়া হলে দুটি ইউনিট এসে ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই চালসহ উল্টে যাওয়া ট্রাক ও পাশের ১০টি চামড়ার গুদাম ভস্মীভূত হয়। এ ঘটনায় আহত ট্রাকের সহকারী শিমুলকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই পুলিশ ট্রাকটি উদ্ধার করে।
×