ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাগুরায় জাল টাকা বিনিময়কালে দুই প্রতারক আটক

প্রকাশিত: ০৪:০৩, ২৬ জানুয়ারি ২০১৫

মাগুরায় জাল টাকা বিনিময়কালে দুই প্রতারক আটক

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২৫ জানুয়ারি ॥ মাগুরা-ফরিদপুর সড়কের শ্রীপুরের ওয়াপদায় জাল টাকা বিনিময়ের সময় রবিবার বিকালে পুলিশের হাতে ধরা পড়েছে শাওন ও ইমরান নামে দুই প্রতারক। জানা যায়, বিকাশ এজেন্ট ও এজিএম বলে পরিচয়দানকারী ইমরান নামে এক ব্যক্তি শাওন নামে অপর ব্যক্তির সঙ্গে ২৯ লাখ টাকা দিয়ে ৬০ লাখ টাকা নেয়ার জন্য ব্যাগ বিনিময় করে। এসময় ইমরান ২৯ লাখ টাকার ব্যাগ দিয়ে শাওনের কাছ থেকে ৬০ লাখ জাল টাকা ভর্তি ব্যাগ নেয়। ইমরান ব্যাগ খুলে দেখে তাতে কেবল সাদা কাগজের বান্ডিল এবং কয়েকটি নোট রয়েছে। এসময় ইমরান চ্যালেঞ্জ করলে শাওন মোটরসাইকেল নিয়ে পালাতে চেষ্টা করে। ইমরানও তার পিছনে ধাওয়া করলে তারা দুজন মাগুরার ওয়াপদা নামকস্থানে আসে। সেখানে পুলিশ তাদের আটক করে। পুুলিশ জানায়, এরা দুজনই প্রতারক চক্রের সদস্য ।
×