ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যমুনা নদীর ১৩ বালুঘাট দখল নিয়ে উত্তেজনা

প্রকাশিত: ০৪:০১, ২৬ জানুয়ারি ২০১৫

যমুনা নদীর ১৩ বালুঘাট দখল নিয়ে উত্তেজনা

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৫ জানুয়ারি ॥ টাঙ্গাইলের ভূঞাপুরে বালুঘাটে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপ মারমুখী অবস্থান নিয়েছে। উভয়পক্ষ গুলি-ভাংচুর, আগুন ও লুটপাটের পাল্টাপাল্টি অভিযোগ করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আওয়ামী লীগ নেতা মতিন সরকার ও আব্দুল হাই সরকার গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ নেতা দুলাল চকদার ও ভূঞাপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক তাহেরুল ইসলাম তোতাÑ এ দুটি গ্রুপ যমুনা নদীর ১৩টি বালুঘাট নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করছে। এতে স্থানীয়রা যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে। এ বিষয়ে ভূঞাপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্বাস আলী জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকাবাসী রাইফেলের তিনটি গুলির খোসা কুড়িয়ে পেয়ে তাদের কাছে জমা দিয়েছেন। উভয়পক্ষই থানায় অভিযোগ দিয়েছে, ঘটনার তদন্ত চলছে।
×